ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

একক অধ্যায়ে...:একটি সনেট

ড. মনোরঞ্জন দাস

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৪ ১১ ১১ ১৭  

একক অধ্যায়ে...:একটি সনেট
(মোঃ ইজাজ  আহামেদের প্রতি)
ড. মনোরঞ্জন দাস

ব্যাপণে তোমার নাম, একক অধ্যায়ে,
আনবিক। তুমি নিত্য নির্মানে জাগ্রত
রাখো, নিজেকে যেখানে সমৃহ প্রত্যয়ে
অন্যতম আলোরাশি, থাক ওহে ব্যাপ্ত।

'স্বপ্নের ভেলা' তোমার হৃদয়ের মনি,
আমি জানি, জানে সবে, পূর্ণ সমাহারে।
তুমিই তো সুসস্পর্কে বিশ্বকে অগ্রণী
আবর্তে রাখো হে, রাখো শুদ্ধ স্বাধিকারে।

সুমধুর  সম্ভাবনা তুমি, উদারতা
মনে বয়ে আনো, গড়ো আত্মীয়তা তুমি
সর্বাধার, সবিস্তারে । তুমি ব্যাপকতা
সাথে সমৃদ্ধ হও হে, জানে বিশ্ব ভূমি।

সুদুরের আহ্বানে তুমি সিদ্ধ কর্মবীর
রচনাতে তুমি সদা ঋদ্ধ, কাব্যাদির।

কবি পরিচিতি:
ড. মনোরঞ্জন দাস ইংরেজি ও বাংলা ভাষার একজন লেখক।  তিনি একজন দ্বিভাষিক কবি, অনুবাদক, গীতিকার, রিপোর্টার, গবেষক, সমাজকর্মী, প্রকাশক (দ্য ফিউচার পাবলিকেশন্স) এবং একজন সম্পাদক।  তিনি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় থাকেন। তিনি অর্থনীতি ও ইংরেজিতে এম. এ, এলএলবি, বি. এড, পিএইচডি এবং কলকাতার একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক। তিনি বর্তমানে কলকাতা হাইকোর্টে আইনজীবী।  তিনি ইংরেজিতে ৩০টি এবং বাংলায় ৭টি বই লিখেছেন।  তিনি ৭টি বিদেশী পুরস্কারে ভূষিত হয়েছেন।
দক্ষিণ ২৪ পরগণা থেকে  তিনি সম্পাদনা করছেন 'দ্য ফিউচার'  (ইংরেজি),' এবং 'বিশ্ববার্তা (বাংলা)' পত্রিকা।
 
তিনি পেয়েছেন  Bpabon পুরস্কার ১৯৯৯ সালে গ্রীস থেকে; Bpabo পুরস্কার ২০০০ সালে গ্রীস থেকে; সেরা সমালোচক পুরস্কার ২০০৩ সালে চীন থেকে; ডিপ্লোমা অফ ফাইনালিস্ট প্রাইজ ২০০৪ সালে ইতালি থেকে;  এনানোই পুরস্কার ২০০৪ সালে গ্রীস থেকে;  Anonemei পুরস্কার ২০০৫ সালে  গ্রীস থেকে;  ডোভ পিস প্রাইজ (রৌপ্য) সাহিত্যে ২০০৫ সালে অস্ট্রেলিয়া থেকে;  Bpajon পুরস্কার ২০০৬ সালে গ্রীস থেকে; লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, ২০০৯ সালে  চেন্নাই থেকে;  ভয়েস অফ কোলকাতা পুরস্কার কলকাতা থেকে ২০১০ সালে।
 
         তিনি টমাস ট্যানস্ট্রোমারের সাথে বিশেষভাবে সম্পর্কিত যিনি ২০১২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং ২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর