ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

কবিতা - লাজুক লজ্জা

মোঃ রহমত আলী (বাংলাদেশ)

প্রকাশিত: ২২ জুন ২০২৪ ১৩ ০১ ০৬  


লাজুক লজ্জা 
মোঃ রহমত আলী
খালিশপুর, খুলনা, বাংলাদেশ

পেটে আছে তার বহুত ভুখ,
খোলে-না তো সে লাজে মুখ।
বোঝে যদি কেউ দেখে রূপ,
পুছে তাকে ওহে কেন চুপ।
লজ্জায় চোখ ভরা জল,
সংকোচবোধ তবে কিছু বল।
আকাশের পানে মুখ তুলে,
দুহাত পেতে মাগে দয়ার ভিখ।
পাতে না তো লাজে হাত,
জনে-জনের দুয়ারে আর।
কেউ যদি খুঁজে তাকে,
দেয় তুলে হাতে তবে -তা নেয়।

মুখে আছে তার সুখ-সুখ,
ক্ষুধায় জিকির খোদার খুব-খুব,
পেটে বাঁধিলো লাজুক পাথর,
লজ্জায় লজ্জিত হয়ে খুদ।
কেউ কিছু দিয়ে যায়,
তো কেউ দিতে-দিতে দুঃখ,
সুখ যে আবার নিয়ে যায়।
নাজুক হাত পেতে কি আশায়,
লাজুক মুখ যার চুপ রয়।
দারিদ্রের ছাপ পোশাকে তার,
মুখে মৃদু আনন্দের-উল্লাস,
চায় না খুলে তো মুখ ফুটে খোরাক !



Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর