ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

একগুচ্ছ কবিতা

আবদুস সালাম

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৪ ২০ ০৮ ৪১  

 কবিতা - ভাঙা আয়না

আবদুস সালাম

 

পরিত্যক্ত উঠোন

জমা হয়ে আছে বাসি নির্জনতা

 

সময়ের উত্তাপে গলে সম্ভ্রম 

 নিভৃতে বহির্ভূত আলোচনায় দোলে যন্ত্রণার পেন্ডুলাম

এ পাশে যন্ত্রণা 

 ওপাশে প্রতারণা  

ঢং ঢং করে বাজি 

 

বিষন্ন মুখ, উস্কোখুস্কো চুল

জড়ো হয়ে আছে ঘুমহীন রাতের থেঁতলে যাওয়া বিছানা

 

পার্থিব্য আসক্তি ছিঁড়ে দিয়েছে যুগল ছবি

আধেক বসন্ত আর আধেক খরার প্লাবন

নির্জনতা ভেসে চলেছে দাঁড়হীন নৌকায়

 

ভাঙ্গা আয়নায় ভাসে সেই মুখ 

খোঁচা খোঁচা দাড়ি আর চোখের কোণে লেপ্টে থাকা কালির দাগ

 

 

কবিতা - উপবাস রঙের পতাকা 

আব্দুস সালাম 

 

কামধেনুর মতো দোহিত হচ্ছে দেশ 

আমরা তাকিয়ে দেখছি শুধু

    

 ক্ষুধার অন্ন তুলে দিচ্ছি ওদের মজুদ ঘরে বিরিয়ানির ম,ম, গন্ধে পিছন পিছন ছুটছি

 

 ধর্মের টোপর মাথায় দিয়ে শিখছি উপবাসের পাঠ

 ধর্মমানব সব মহল্লায় টাঙিয়ে দিচ্ছে উপবাস রঙের পতাকা 

 

 

কবিতা - সময়ের উপত্যকায় উড়ছে পতাকা 

আবদুস সালাম

 

ঐ দেখো পতাকা উড়ছে প্রজাতন্ত্র দিবসের

 

আন্তর্জাতিক হবো বলে মেঘেদের ডানায় গুজে দিলাম অস্তিত্ব   

সারাদিন সংসারে যুদ্ধ যুদ্ধ খেলা

 সময়ের উপত্যকায় বইছে হতাশার বাতাস 

 

সৈনিকের মা কাঁদছে

 কাঁদছে মৃত সৈনিকের বৌ

 সতেজ ঘাসে বাঁধা হয় মঞ্চ    

 বিলি করে সম্মোহনী বাতাসা 

 বিলি হয় অস্তিত্বহীনের সার্টিফিকেট

 

 আন্তর্জাতিক হবো বলে অস্তিত্বের শেকড় কেটে মাথায় জল ঢালা শিখছি_

 

 

 

পরিচিতি

আবদুস সালাম

পিতা:- হাজী আব্দুস সহিদ হোসেন 

মাতা :-হাজী হামিদা বিবি

 

জন্ম তারিখ ,১৭/০১/১৯৫৭

জন্মস্থান:-মাতুলালয় ,খলিলপুর , বীরভূম। 

 বাসস্থান :-পিতৃভূমি। ভুরকুন্ডা, থানা- সাগরদীঘি,মুর্শিদাবাদ। সংসার যাপনের ষাট বছর এখানে কেটেছে। এখানে বেড়ে ওঠা,আমার লেখা পড়া , ছেলে -মেয়েদের লেখা পড়া সব এখানে। 

বর্তমান বাসস্থান:-প্রয়াস, শ্রীকান্তবাটি( মাদারল্যান্ড) ডাক- রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। 

 

মূলত  ৯০দশকের কবি ! প্রকাশিত কাব্যগ্রন্থ নিস্তব্ধতা এসে কথা কয় ২০১৭ কৃষ্ণসীস প্রকাশনা দূর্গাপুর এবং হলুদ পাতার মতো মৃত্যু ঝরে ২০১৮ দৌড় প্রকাশনা হৃদয়পুর, বারাশত, অলীক রঙের বিশ্বাস ২০২০চক্রবর্তী প্রকাশনা কলকাতা, যৌথ কাব্যগ্রন্থ মেঘের রঙশীত প্রথম খন্ড, দ্বিতীয় খন্ড ২০১৯, ২০২০ মহুয়া প্রকাশনা কলকাতা, শব্দ ঘুড়ির আকাশ ২০২১ ডোমকল। নির্বাচিত প্রবন্ধ-২০২৩ নোশন প্রেস, কেরল। 

 

নেশা :- বইপড়া আর যৎসামান্য লেখার চেষ্টা । একটু আধটু কাছে পিঠে ঘুরতে যাওয়া।

 

 

পূষন পত্রিকার তরফে পুরস্কার (নিস্তব্ধতা এসে কথা কয়) কাব্যগ্রন্থের জন্য  সম্মাননা। এছাড়া নূর স্মৃতি পুরস্কার, আম্বেদকর সাহিত্য রত্ন পুরস্কার,সৈয়দ মুস্তাফা সিরাজ সম্মাননা,এছাড়া অনেক জায়

গা থেকে সংবর্ধনা ও, সম্মাননা জড়ো হচ্ছে ঝুলিতে !

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর