ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৬ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মাত্র ২ বছর বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম DDH নার্সিংহোমের ডাক্তার হাসানুল হাসিনের ছোট্ট খুদে ইজহান

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ২১ ০৯ ২৬   আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ২১ ০৯ ২৬

বয়স সবে ২ বছরের । ঠিক মতো কথাও ফোটেনি মুখে। অধিকাংশ সময় বিছানা আর মায়ের কোলে বসেই কেটেই যায় যার দিন, সেই শিশুই কি না এখন ইন্ডিয়া বুক অব রেকর্ডের অধিকারী!অবাক হলেও সত্যি এমনই খবর  মুর্শিদাবাদের ধুলিয়ান শহরে ।অনর্গল ছবি দেখেই নাম বলে দিচ্ছে, দেশের পতাকা কিংবা মনীষীদের নাম, এই মাত্র দু বছরের ছেলের মুখে একেবারে ঠোটস্ত, যা আপনি সচরাচর বাচ্চাটিকে দেখলে আপনি চমকে যাবেন, তার কর্মকাণ্ড দেখেই তার বুধবার সকালে মেডেল এবং শংসাপত্র বাড়িতে পাঠানো হলে খুশিতে ফেটে পড়েন পরিবারের সবাই। সেই খবর ছড়িয়ে পড়তেই ফোনে একের পর এক শুভেচ্ছা আসতে শুরু করে। ছেলের এই সাফল্যকে আগামী দিনের পথচলার প্রথমধাপ হিসেবেই দেখছেন বাবা-মা  । তার মধ্যেই এই সব বিষয়গুলি ঠোঁটস্থ করে ফেলেছে সে। যার কারণেই জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে (India Book Of Records)। খুদের এই স্বীকৃতিতে আপ্লুত পরিবার থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরা।গ্রহণযোগ্য হয়ে যাই  ইন্ডিয়া বুক অফ রেকর্ডে এই মাত্র দুই বছর দুই মাসের সন্তান  ইজহান হাসান, বাড়িতেই সার্টিফিকেট মোমেন্টও ট্রফি আসতেই , খুশির জোয়ার পরিবারের, মাত্র আড়াই বছর বয়সে অহেঞ্জিতার এই সাফল্যে গর্বিত তার বাবা মা, পরিবারের লোকজন। গর্বিত সমগ্র ধুলিয়ান এলাকাবাসীও। ইন্ডিয়া বুক অফ রেকর্ডে  নাম ওঠায়  তার পিতা-মাতা কি বলছেন শুনুন

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর