ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৬ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মালদা থেকে গাজোল যাওয়ার পথে পান্ডুয়া এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাস উল্টে মৃত দুই জখম ৩৯জন

দেবাশীষ পাল, মালদা

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩ ১২ ১২ ০৮   আপডেট: ৩১ জানুয়ারি ২০২৩ ১২ ১২ ০৮

মুখ্যমন্ত্রী সভাস্থল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে মালদার গাজোল থানার পান্ডুয়া এলাকায় ৩৪নম্বর জাতীয় সড়কে বাস দূঘটনা। মৃত্যু দুইজন। আহত ৩৯ জন। ৩৪নং জাতীয় সড়কে ঘটনা। আহতদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আনা হয়েছে। হাসপাতালে ছুটে আসেন মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় সহকারী অধ্যক্ষ পুরঞ্জয় সাহা। এছাড়াও হাসপাতালে দেখতে আসেন রাজ্য পুলিশের এডিজিএনবিআর অজয় কুমার, মালদা রেঞ্জের ডিআইজি অনুপ জাসওয়াল।ঘটনার খবর পেয়ে আসেন মন্ত্রী ফিরহাদ হাকিম। 

         পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃতদের নাম নিয়তি সরকার। বাড়ি মালদা। সাহেলি হাঁসদা। বাড়ি কালিয়াগঞ্জ। সরকারি বাসটি মালদা থেকে গাজলের দিকে যাচ্ছিল। প্রথমে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ছোট একটি গাড়িকে ধাক্কা মারলে তারপর বাসটি নয়ন জলিতে পড়ে যায়। স্থানীয়দের তৎপরতাই দুর্ঘটনা কবলিত বাস থেকে আহতদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আনা হয়। পাশাপাশি আহতদের মধ্যে কয়েকজন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় উপভোক্তা ছিল। যাদেরকে রাতেই গাজোলে নিয়ে যাওয়া হচ্ছিল।ঘটনায় মৃত্যু হয়েছে দুই জনের। আহতদের চিকিৎসা চলছে মেডিক্যালে। 

          মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সুত্রে জানা গিয়েছে,দুর্ঘটনায় আপাতত দুইজন মহিলার মৃত্যু হয়েছে আহত কমপক্ষে ৩৯ জন । আহতদের ডাক্তাররা চিকিৎসা শুরু হয়েছে। 

            রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ওই গাড়ি চালকের কিছু অসুবিধা ছিল কিনা বা গাড়ির কোন অসুবিধা ছিল কিনা সে বিষয়টি খতিয়ে দিচ্ছে পুলিশ। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে দেখছি। আপাতত পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর