ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

নাগরিকত্ব বিল

অসম হিন্দু বাঙ্গালীদের নির্বাচনী টোপ

রাহাতুল আক্তার বড়ভূইয়া

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০১৯ ২০ ০৮ ১৮  

অসম প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা

অসম প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা

গুয়াহাটি প্রতিনিধি:  কাছার ও  নগাঁও কাগজকল দুটি চাঙ্গা করে  বা ডিটেনশন ক্যম্প গুড়িয়ে দেওয়ার ব্যাপারে নিরব কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ? প্রশ্ন অসম প্রদেশ কংগ্রেসের ।

শিলচর রামনগরে নির্বাচনী প্রচারে এসে নাগরিকত্ব  সংশোধন বিল ২০১৬ বিষয়ে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে মন্তব্য করেছেন এনিয়ে গোটা অসমে প্রতিক্রিয়া জোয়ার উঠেছে ।  এমনকি প্রধানমন্ত্রী ঘোষনার পর প্রদেশ কংগ্রেসের সাংবাদিক সম্মিলনে ডেকে অসম প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা , প্রাক্তন  মন্ত্রী রকিবুল হুসেন , দেবব্রত শইকীয়া , প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পবন সিং ঘাটোয়ার , সাংসদ গৌরব গগৈ তারা বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেন । শুধু তাই নয় , নগাঁও , কাছার কাগজকল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করেন তারা ।  এদিকে এপিসিসির সভাপতি রিপুন বরা সাংবাদিক সম্মিলনে বক্তব্য দিয়ে বলেন অসমে আগুন লাগাতে এসেছেন মোদি ।  এর জন্য বরাকের  বাঙ্গালি , হিন্দুকে  মোদি ফের নির্বাচনী টোপ গিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।  আরও বলেন ললিপপ খাইয়ে গেচেন ,  মোদী  ফের হিন্দু বাঙ্গালীদেরও  নির্বাচনী টোপ দিয়েছেন । ভোট ব্যঙ্কের স্বার্থে মোদী এসব করচ্ছেন ।  তারা কথায় সংসদে নাগরিকত্ব  বিল পাশ হওয়ার জন্য বহু সময়ের প্রয়োজন হয় ।  কিন্তু প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি কি ভাবে শীঘ্রই  বিলটি সংসদে পেশ তথা অনুমোদন  করবেন বলে কেনও মিথ্যা টোপ দেওয়া হয়েছে ।  এনিয়ে তিনি আরও বলেন সত্যিই কথাটি হচ্ছে আগামী ৭ জানুয়ারি সংসদে পেশ করবেন । পরেরদিন   ৮ জানুয়ারি লোকসভায় অধিবেশন শেষ হবে ।  এমন অবস্থায় কী ভাবে তিনি বিলটিতে অনুমোদন জানানো হবে ? আন্যদিকে তিনি  আরেক প্রতিশুদি দিয়ে ছিলেন কাছার ও নগাঁও কাগজকলের কর্মচারীরা দীর্ঘদিন ধরে প্রাপ্য বেতনের জন্য হাহাকার করছেন ।  আন্দোলনও করছেন ।  কিন্তু এনিয়ে  শিলচর রামনগরের নীর্বাচনী সভায় টু শব্দটি করেননি প্রধানমন্ত্রী  মোদিজী ।  এছাড়া ক্ষমতায় আসার ১০০ দিনের মধ্যে ডিটেনশন ক্যাম্প গুড়িয়ে দেওয়ার কথা ২০১৪  সালের নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি । এনিয়ে  প্রদেশ কংগ্রেস সভাপতি বরা বলেন কিন্তু নির্বাচনের পর বহু প্রকৃত ভারতীয় নাগরিককে বিদেশির নামে হয়রানি করা হয়েছে ।  পাশাপাশি প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেন তিনি বক্তব্য দিয়ে বলেন একদিকে নাগরিকত্ব  বিলের মাধ্যমে বিদেশিকে সজাতি বানানোর চেষ্টা করেছেন মোদি ,  আরেকদিকে অসম চুক্তির ৬ নম্বর দফা বাস্তবায়ন করবেন সেখানে অসমীয়ার  সাংবিধানিক রক্ষাকবচ দিতে চাইছেন । দুটো বিষয়ই স্ববিরোধী । তারা নিজেই জানেন না তারা কি করতে চাইছেন । বিজেপিকে নিয়ে সবাই সন্দেহাতীত দু চিন্তায় আছেন  ।  অন্যদিকে নাগরিকত্ব  বিলটি নিয়ে  অসম সরকারের জোট দল অগপ দুমুখো অবস্থান নিচ্ছে বলে মন্তব্য করে  সভাপতি রিপুন বরা বলেন এদিকে মিত্রতা ভঙ্গের ডেডলাইন , আপরদিকে লাল লাইটের মোহ ছাড়তে চাইছেন না জোট দল অগপ ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর