ব্রেকিং:
জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ জুলাই ২০২৫   আষাঢ় ২৩ ১৪৩২   ১১ মুহররম ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

নাগরিকত্ব বিল

অসম হিন্দু বাঙ্গালীদের নির্বাচনী টোপ

রাহাতুল আক্তার বড়ভূইয়া

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০১৯ ২০ ০৮ ১৮   আপডেট: ৫ জানুয়ারি ২০১৯ ২০ ০৮ ১৮

অসম প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা

অসম প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা

গুয়াহাটি প্রতিনিধি:  কাছার ও  নগাঁও কাগজকল দুটি চাঙ্গা করে  বা ডিটেনশন ক্যম্প গুড়িয়ে দেওয়ার ব্যাপারে নিরব কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ? প্রশ্ন অসম প্রদেশ কংগ্রেসের ।

শিলচর রামনগরে নির্বাচনী প্রচারে এসে নাগরিকত্ব  সংশোধন বিল ২০১৬ বিষয়ে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে মন্তব্য করেছেন এনিয়ে গোটা অসমে প্রতিক্রিয়া জোয়ার উঠেছে ।  এমনকি প্রধানমন্ত্রী ঘোষনার পর প্রদেশ কংগ্রেসের সাংবাদিক সম্মিলনে ডেকে অসম প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা , প্রাক্তন  মন্ত্রী রকিবুল হুসেন , দেবব্রত শইকীয়া , প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পবন সিং ঘাটোয়ার , সাংসদ গৌরব গগৈ তারা বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেন । শুধু তাই নয় , নগাঁও , কাছার কাগজকল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করেন তারা ।  এদিকে এপিসিসির সভাপতি রিপুন বরা সাংবাদিক সম্মিলনে বক্তব্য দিয়ে বলেন অসমে আগুন লাগাতে এসেছেন মোদি ।  এর জন্য বরাকের  বাঙ্গালি , হিন্দুকে  মোদি ফের নির্বাচনী টোপ গিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।  আরও বলেন ললিপপ খাইয়ে গেচেন ,  মোদী  ফের হিন্দু বাঙ্গালীদেরও  নির্বাচনী টোপ দিয়েছেন । ভোট ব্যঙ্কের স্বার্থে মোদী এসব করচ্ছেন ।  তারা কথায় সংসদে নাগরিকত্ব  বিল পাশ হওয়ার জন্য বহু সময়ের প্রয়োজন হয় ।  কিন্তু প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি কি ভাবে শীঘ্রই  বিলটি সংসদে পেশ তথা অনুমোদন  করবেন বলে কেনও মিথ্যা টোপ দেওয়া হয়েছে ।  এনিয়ে তিনি আরও বলেন সত্যিই কথাটি হচ্ছে আগামী ৭ জানুয়ারি সংসদে পেশ করবেন । পরেরদিন   ৮ জানুয়ারি লোকসভায় অধিবেশন শেষ হবে ।  এমন অবস্থায় কী ভাবে তিনি বিলটিতে অনুমোদন জানানো হবে ? আন্যদিকে তিনি  আরেক প্রতিশুদি দিয়ে ছিলেন কাছার ও নগাঁও কাগজকলের কর্মচারীরা দীর্ঘদিন ধরে প্রাপ্য বেতনের জন্য হাহাকার করছেন ।  আন্দোলনও করছেন ।  কিন্তু এনিয়ে  শিলচর রামনগরের নীর্বাচনী সভায় টু শব্দটি করেননি প্রধানমন্ত্রী  মোদিজী ।  এছাড়া ক্ষমতায় আসার ১০০ দিনের মধ্যে ডিটেনশন ক্যাম্প গুড়িয়ে দেওয়ার কথা ২০১৪  সালের নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি । এনিয়ে  প্রদেশ কংগ্রেস সভাপতি বরা বলেন কিন্তু নির্বাচনের পর বহু প্রকৃত ভারতীয় নাগরিককে বিদেশির নামে হয়রানি করা হয়েছে ।  পাশাপাশি প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেন তিনি বক্তব্য দিয়ে বলেন একদিকে নাগরিকত্ব  বিলের মাধ্যমে বিদেশিকে সজাতি বানানোর চেষ্টা করেছেন মোদি ,  আরেকদিকে অসম চুক্তির ৬ নম্বর দফা বাস্তবায়ন করবেন সেখানে অসমীয়ার  সাংবিধানিক রক্ষাকবচ দিতে চাইছেন । দুটো বিষয়ই স্ববিরোধী । তারা নিজেই জানেন না তারা কি করতে চাইছেন । বিজেপিকে নিয়ে সবাই সন্দেহাতীত দু চিন্তায় আছেন  ।  অন্যদিকে নাগরিকত্ব  বিলটি নিয়ে  অসম সরকারের জোট দল অগপ দুমুখো অবস্থান নিচ্ছে বলে মন্তব্য করে  সভাপতি রিপুন বরা বলেন এদিকে মিত্রতা ভঙ্গের ডেডলাইন , আপরদিকে লাল লাইটের মোহ ছাড়তে চাইছেন না জোট দল অগপ ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর