ব্রেকিং:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২৫   ফাল্গুন ৯ ১৪৩১   ২৩ শা'বান ১৪৪৬

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

ডগ- শো মেমারিতে

এম. কে. হিমু, মেমারি

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২২ ২২ ১০ ৩২  

মেমারি ক‍্যানেল ক্লাবের উদ‍্যোগে শিক্ষা বিকাশ সেবা ফাউন্ডেশন এর প্রাঙ্গণে  দ্বিতীয় বর্ষ ডগ শো অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক পোষ্য কুকুরকে নিয়ে কুকুর প্রেমীরা উপস্থিহ হয় এই অনুষ্ঠানস্থলে। বিভিন্ন রাজ্য থেকে তিনজন বিচারক ছিলেন। ফিতে কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন মেমারি কেনেল ক্লাবের পক্ষে ঐশী সিংহরায় ও ঐশর্য্য মুখার্জী। প্রতিযোগিতার বিচারে প্রথম, দ্বিতীয, তৃতীয স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। ঐশি সিংরহরায় বলেন সমস্ত মানুষকে প্রাণী সম্পর্কে সচেতন হতে হবে। মানুষ একা বেঁচে থাকতে পারে না। সমস্ত প্রাণীকুলকে সঙ্গে নিযে মানুষকে বাঁচতে হবে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর