ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

দুঃস্থ অসহায় গরীব মানুষদের হাসি ফোটাতে এগিয়ে এলো মাত়ৃভূমি

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২০ ২১ ০৯ ৪৩  

 

 

 

আব্দুল হাই, বাঁকুড়াঃ - 2020 সালে দাঁড়িয়ে আমরা যখন সভ্যতার কথা বলছি বিজ্ঞানের অপব্যবহারের সমধান খুঁজছি  তখনও শহরের সামান্য হাত দুরে অবস্থিত শবর গ্রামগুলিতে কিছু মানুষজন রয়েছে যারা সমস্ত সুযোগ সুবিধা অধিকার থেকে বঞ্চিত। অন্যের জমিতে লেবারর কাজ করে ওরা জীবন কাটিয়ে দেয়।  সেখান থেকেও বিশেষ কোনো আয় তাদের নেই কোনোমতে দিন চলে যায় ওদের। বিশেষ কোনো হাতের কাজ কিম্বা চাষবাস ছাড়াও অন্য কোনো কাজে জীবিকা উপার্জনের কথা তারা ভাবে না কারন তারা এর বাইরে বিশেষ কিছু জানার সুযোগেই পায় না। ওদের সন্তানরাও স্কুলে যায় না। যদি প্রশ্ন করেন কেন তার উত্তর কেবল শব্দহীন। রোগ অসুখের চিকিৎসা নিয়েও ওরা সচেতন নয়। হসপিটাল, স্কুল কোনো জায়গায় যেতে তারা অভ্যস্ত নয়। নিজের গ্রামের মধ্যেই কুয়োর ব্যাঙের জীবন কাটাচ্ছে তারা।গ্রামের বাইরে বিশেষত কারো সাথেই ওরা মেলামেশা করে না । লকডাউনের কোনো কুপ্রভাব ওদের জীবনে আসে নি জানেন, কারন ওদের জীবনে এমন কিছু নেই যা কোরোনা কিম্বা লকডাউন কেড়ে নিতে পারবে। 

             বাঁকুড়া শহরের বুকে এমনি এক পিছিয়ে পড়া শবরগ্রামে মাতৃভূমি নামে এক এন .জি.ও  দুর্গা পূজা উপলক্ষে নববস্ত্র বিতরনের উদ্যোগ নেয়। সেই গ্রামের মানুষদের সাথে কথা বলে তাদের অবস্থা শুনে এবং কিভাবে তারা এক সুন্দর জীবনযাপন করতে পারে সেই ব্যাপারেও তাদের ওয়াকিবহাল করে। তবে সচেতনতা কোনো আকস্মিক ঘটনা নয় এ হলো এক পদ্ধতি, জীবনকে সুন্দর স্বাচ্ছন্দ্যময় করে তোলার পদ্ধতি। মাতৃভূমি সচেতনতা প্রসারে অঙ্গীকারবদ্ধ আজ মাতৃভূমি টিম শবর গ্রামের মানুষদের নতুন বস্ত্র, মিষ্টি, টিফিন,মাস্ক, স্যানিটাইজার দেয়। সাথে জীবন কে এক সুন্দর পথে আনার জন্য উৎসাহিত করে। মাতৃভূমি এইভাবে এতদিন কাজ করে এসেছে এবং আগামী দিনেও করে চলবে। সমস্ত সতর্কতা অবলম্বনেই সমস্ত কার্যকলাপ সম্পন্ন হয়।

 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর