ব্রেকিং:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২৫   ফাল্গুন ৯ ১৪৩১   ২৩ শা'বান ১৪৪৬

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

হবিবপুর: মহিলাদের পাশে নব প্রচেষ্টা চ্যারিটি ও নব দিগন্ত

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২০ ২০ ০৮ ৪০  

হবিবপুর: শারদ প্রাতে মা আসছেন বাকি আর কয়েকদিন মাতৃরূপা মহিলার মাঝে মাতৃদেবী দুর্গার অস্তিত্ব কারণ এই সমাজের মহিলারা হচ্ছেন দুর্গতিনাশিনী। মা দুর্গা শুধু প্রতিমাতে নয় প্রতি মহিলার মাঝেই রয়েছেন মা দুর্গা, এই বার্তা কে সামনে রেখে" এক সেচ্ছাসেবী সংগঠন  নব প্রচেষ্টা চ্যারিটি" ও"নব দিগন্ত "নামক সংস্থার পক্ষ থেকে রবিবার হবিবপুর ব্লকের বুলবুল চন্ডির কচুপুকুর আদিবাসী এলাকায় অসংখ্য মহিলাদের তাদের স্বাস্থ্য সচেতনতা, ঋতুচক্রের কঠিন দিনগুলোর মোকাবেলায় ও আত্মরক্ষা কৌশল সম্পর্কে সচেতন করেন ওই সংস্থার সদস্যরা। এদিন বুলবুল চন্ডির কচুপুকুর আদিবাসী এলাকায় মহিলাদের জন্য বিভিন্ন রকম সচেতন মূলক ও তারি পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে কয়েকশো সেনিটারি ন্যাপকিন তাদের হাতে তুলে দেওয়া হয় ওই এনজিও সংস্থার পক্ষ থেকে। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকা সমাজের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাওয়া ব্যক্তিবর্গদের তুলে দেওয়া হল সমাজবন্ধু সম্মান।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর