ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৬ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

পাঁচগ্রামকাগজকল পুনরুজ্জীবিত করাে আওয়াজতুলার প্রস্তুতি কংগ্রেসের

দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২০ ২০ ০৮ ৪৪   আপডেট: ১১ অক্টোবর ২০২০ ২০ ০৮ ৪৪

সােমবার কাগজকলের মেন গেটে কংগ্রেসের ডাকে অবস্থান ধর্মঘট সফল করে তুলতে জোর প্রস্তুতি ইতিমধ্যেই কাগজকলের প্রবেশপথে মাটি ভরাট করে বিশাল প্যান্ডেল তৈরির কাজ চলেছে । শনিবার জেলা ও রাজ্য । স্তরের নেতারা কাগজকলের মেন গেটে উপস্থিত হয়ে প্যান্ডেল তৈরির কাজ পরিদর্শন করেন । এছাড়া অবস্থান ধর্মঘট সফল করে তুলতে স্থানীয় বিশিষ্ট নাগরিক , ব্যবসায়ী , শ্রমিক ও বুদ্ধিজীবী মহলের সঙ্গে মতবিনিময় করেন কংগ্রেস নেতৃবৃন্দ । সর্বভারতীয় যুব কংগ্রেসের প্রাক্তন সম্পাদক তথা বর্তমান অসম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আইনজীবী দাইওয়ান হুসেইন এদিন পাঁচগ্রামে উপস্থিত হয়ে সােমবারের প্রস্তাবিত অবস্থান ধর্মঘটকে সামনে রেখে ‘ পাঁচগ্রাম চলাে , কাগজকল পুনরুজ্জীবিত করাে ’ অভিযানের ডাক দিয়েছেন । এই স্লোগানে বরাকের বিভিন্ন স্থানে আওয়াজ তুলেছেন দাইওয়ান হুসেইন সহ জেলা কংগ্রেস নেতৃবৃন্দ । তাঁরা মিলের শ্রমিক , মিল শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়দের সঙ্গে বৈঠক করেন । সােমবারের কাগজল চত্বরে আয়ােজিত অবস্থান ধর্মঘটে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন , শ্রমিক ইউনিয়ন , মিল শুভাকাঙ্ক্ষী , ঠিকাদার ও বুদ্ধিজীবী মহলকে সামিল হতে আহ্বান জানানাে হয়েছে । অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের দলীয় পর্যবেক্ষক গজেন্দ্রপ্রসাদ উপমুন্য , জেলা কংগ্রেস সভাপতি জয়নাল আহমদ লস্কর , অধ্যাপক হিলাল উদ্দিন লস্কর , লুৎফুর রহমান , নাজমুল ইসলাম প্রমুখ ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর