ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

উত্তরপ্রদেশে গণধর্ষণের বিরুদ্ধে কালিয়াচকে জামা`আতে ইসলামী হিন্দের

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২০ ২১ ০৯ ৪৫  

'বেটি বাঁচাও' কথাটি কি শুধুই ভাষণের মধ্যেই সীমাবদ্ধ,তাই নিয়ে  প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।দেশে যে দিন দিন ধর্ষণের সংখ্যা বৃদ্ধি পেতেই আছে আবার ধর্ষণকারীদের শাস্তি দেওয়ার ব্যাপারে প্রশাসনের গড়িমসি উদাসীন মনোভাব গভীর চিন্তার বিষয় দেশের আপামর জনগণের।উত্তরপ্রদেশে বলরামপুর,হাথরস এলাকায় ধর্ষিতার জিভ কেটে নেওয়া,ইউ পি পুলিশ ধর্ষকদের বাঁচাতে প্রমান লোপাট করতে ধর্ষিতাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা,দোষীদের শাস্তি না হয়ে বেল, জামিনে মুক্তি পাওয়া।এইসব ঘটনার প্রতিবাদে সারা দেশব্যাপী জনগণ বিক্ষোভ,মিছিল,প্রতিবাদী সভা করে যাচ্ছে।জামা'আতে ইসলামী হিন্দের পশ্চিম বঙ্গ শাখা ৫ ই অক্টোবর  সারা রাজ্য জুড়ে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী সভা,মিছিল, মানব বন্ধন কর্মসূচি পালন করল।তারই অংশ হিসাবে সংগঠনের কালিয়াচক শাখা চৌরঙ্গী মোড় থেকে বালিয়াডাঙ্গা হয়ে ছায়াবানী মোড় দিয়ে চৌরঙ্গীতে পথসভা আয়োজন করে।নারী পুরুষ মিলিয়ে প্রায় ১০০ জন মিছিলে অংশগ্রহণ করে।পথসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী হিন্দের কালিয়াচক ব্লকের ব্লক সভাপতি ইউসুফ আলী,তিনি ধর্ষকদের তীব্রভাবে  শাস্তির দাবি জানান,ধর্ষকদের শাস্তি মৃত্যদন্ডই হতে হবে সেই বিষয়ে জোরালো দাবি তুলেন তার বক্তব্যে।এছাড়াও বক্তব্য রাখেন মজমপুর হাই স্কুলের শিক্ষক মাস্টার আবেদ আলী,জামায়াতে ইসলামী হিন্দের মালদা জেলার মহিলা শাখার প্রাক্তন জেলা সভাপতি ফিরোজা বেগম,এসআইও জেলা সভাপতি হজরত উমর আলী মোমিন।মিছিল ও পথসভায় জামায়াতে ইসলামী হিন্দের শাখা সংগঠনগুলি মহিলা শাখা,জিআইও, এসআইও র কর্মীরা নারী পুরুষ মিলিয়ে  প্রায় ১০০ জন উপস্থিত ছিলেন।এছাড়াও কালিয়াচকের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের উপস্থিতিও দেখতে পাওয়া যায়।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর