ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

রাজনগরের বিশিষ্ট কবি অমর মালীকে রিওয়ার্ডের তরফে অর্থ সাহায্য

খান আরশাদ, বীরভূম

প্রকাশিত: ১ জুন ২০২০ ০৮ ০৮ ৪৭  

 

 

   রিওয়ার্ডের কর্ণধার তথা ডাইরেক্টর রাখী ব্যানার্জ্জীর তরফ থেকে বীরভূমের রাজনগরের বিশিষ্ট কবি অমর মালীকে এই লকডাউনের সময় আর্থিকভাবে কিছু  সাহায্য করা হল। কবি অমর মালী রাজনগরের পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক সংলগ্ন একটি ভাড়াবাড়ীতে থাকেন।  যাঁর টিউশনই একমাত্র সম্বল। মাত্র কয়েকজন পড়ুয়াকে পড়িয়ে স্বামী-স্ত্রীর কোনক্রমে টেনে হিঁচড়ে সংসার চালান। গত প্রায় দুই মাস যাবৎ করোনার জেরে লকডাউন থাকার জন্য টিউশন পড়ানোও বন্ধ হয়ে যায়। ফলে কবির দৈন্যদশা আরও বেড়ে যায়। কবির বহু শুভাকাঙ্ক্ষী রয়েছেন যাঁরা জানিয়েছেন কবি অমর মালী শুধু একজন কবিই নন, তিনি অত্যন্ত ধীর, শান্ত, মিষ্টভাষী ও শুভবুদ্ধিসম্পন্ন মানুষ। অভাব তাঁর পিছু না ছাড়লেও তিনি তাঁর ভালো স্বভাবের পিছু ছাড়েননি। হাজার অভাব থাকলেও সকলের সঙ্গে অমর বাবু সদা-সহাস্যমুখে ভাববিনিময় করে থাকেন।

 তাঁর খেয়ে না খেয়ে দিন কাটলেও কিন্তু কলম তাঁর থেমে নেই। দিনরাত ছড়া, কবিতা লিখে চলেছেন। অভাব তাঁর শরীরকে শীর্ণ করতে থাকলেও তাঁর কলমের কালি শুকাতে পারেনি। দৈন্যদশার মধ্যেও গ্রামীণ এই কবি প্রতিনিয়তই ছড়া, কবিতা লিখে চলেছেন। এই পরিস্থিতিতে দু-একজন ছাড়া কেউই তাঁর পাশে দাঁড়াননি। অবশ্য এনিয়ে অমর বাবুর কোন আক্ষেপও নেই। কারন তাঁর নিজের পেটে খাবার না থাকুক, তাঁর কলমের খাবার অর্থাৎ কালি থাকলেই যে হল। তারিফযোগ্য তাঁর সহধর্মিনীও। যিনি এই হাজার দূঃখ-কষ্টের মধ্যেও স্বামীর সদা-সর্বদা পাশে থেকে উৎসাহ দিয়েই চলেছেন। 
 এই পরিস্থিতিতে রিওয়ার্ডের কর্ণধার সমাজসেবী রাখী ব্যানার্জ্জী কবি অমর মালির পাশে এসে দাঁড়ালেন। তিনি রিওয়ার্ডের সদস্য তথা এই প্রতিবেদককে একটি মুখবন্ধ খাম অমর বাবুকে দিয়ে আসতে বলেন। অমরবাবু এই খামটি গ্রহণ করার পরদিনই এই প্রতিবেদককে ডেকে আপ্লুত হয়ে তাঁর কবিতার মাধ্যমে রাখী ব্যানার্জ্জীর অর্থ সাহায্যের বিষয়টি তুলে রিওয়ার্ড তথা রাখী ব্যানার্জ্জীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এদিন একই সঙ্গে আরেক দুস্থ অসহায় মহিলাকেও কিছু অর্থ সাহায্য করা হয় রিওয়ার্ড এর তরফে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর