ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

- লকডাউনে চিকিৎসার অভাবে গলায় ফাঁস দিয়ে মারা গেল এক মহিলা

সংবাদদাতা মালবাজার

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২০ ২৩ ১১ ৪০  

- লকডাউনে চিকিৎসার অভাবে গলায় ফাঁস দিয়ে মারা গেল এক মহিলা। 
সংবাদদাতা,মালবাজার,১৯এপ্রিল। লকডাউনে চিকিৎসার অভাবে মানসিক হতাশায় গলায় ফাঁস লাগিয়ে মারা গেলেন এক মহিলা। ঘটনাটি
ঘটেছে মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃতার নাম ফাতেজা বেগম (৩৬)। ঘেটেলি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করেছে। 
মৃতার স্বামী আমিনুল ইসলাম জানান, স্ত্রী বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। জলপাইগুড়ির এক চিকিৎসকের অধীনে চিকিৎসা চলছিল। প্রতি তিনমাস পর পর যেতে হতো। কয়েকদিন আগে যাওয়ার দিন ছিল। লকডাউনে গাড়ি না থাকায় যাওয়া হয়নি। তারপর থেকে হতাশ হয়ে পড়ে। আজ সকালে ঘরের মধ্যে এই ঘটনা ঘটায়। 
স্থানীয় কয়েকজন প্রতিবেশী জানান, মৃতার মানসিক সমস্যা ছিল। চিকিৎসা চলছিল। লকডাউনে কাজকর্ম নাই, গাড়ি নাই হাতে সেরকম পয়সা নাই। সম্ভবত সেই কারণে এই ঘটনা ঘটিয়েছে। খুবই দুঃখজনক।                                                                                
এব্যপারে এলাকার পঞ্চায়েত সদস্য আব্দুল আজাহার আলী বলেন, বেশ কিছুদিন যাবত এই মহিলা অসুস্থ্য। ৬-৭ বছর ধরে চিকিৎসা চলছে। জলপাইগুড়ি এক চিকিৎসক দেখছিল। ২ মাস অন্তর অন্তর তাকে জলপাইগুড়ি নিয়ে দেখাতে হত। এক সপ্তাহ আগে ঔষধ শেষ হয়ে যায়। লক ডাউনের জন্য গাড়ি পাচ্ছিল না জলপাইগুড়ি যাবার। তাছার হাতেও টাকা পয়শা ছিল না। এই সব কারনেই আত্তহত্তা করতে পারে ওই মহিলা। 

জানা গেছে মৃতের সামি অন্যের জমি আদি নিয়ে চাষবাস করছিল।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর