ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

ডুয়ার্সের চা বলয়ে বছরের প্রথম আবাদ সংগ্রহ শুরু হলো।

সংবাদদাতা

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ১৯ ০৭ ৩৩  

 উত্তর বঙ্গের ডুয়ার্সের অর্থনীতির বুনিয়াদ চা শিল্প।সেই চা শিল্পের প্রান ভোমরা সবুজ কচি পাতা। চায়ের গুনগত মান বাড়াতে টি বোর্ড  কিছু নির্দেশিকা জারি করেছে। শীতের মরসুমে চা গাছে কলম করা হয়। এই সময় চা তোলা হলে সেই পাতায় উৎপন্ন চায়ের মান ভালো হয় না। সেই কারণে টি বোর্ড ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে পাতা তোলার উপর নিষেধাজ্ঞা জারি করে । দুই মাস চা গাছ পরিচর্চা করে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে পুনঃরায় পাতা তোলার নির্দেশিকা নির্দেশ দেয়। জানুয়ারি মাসে বৃষ্ঠি হওয়ার কারনে আগেভাগে পাতা আসতে শুরু করে। চা বাগান গুলির আবেদন ক্রমে টি বোর্ড পাতা তোলার সময় এগিয়ে নিয়ে আসে। সেই হিসেবে সোমবার থেকে পাতা তোলা শুরু হয়েছে। মঙ্গলবার ছিল দ্বিতীয় দিন। এদিন সকাল থেকে ডুয়ার্সের ইন্ডং,মেটেলি সহ বিভিন্ন চাবাগানে পাতা তোলা শুরু হয়েছে। যদিও প্রথম আবাদে পরিমাণ বেশি হয় না। মেটেলি ব্লকের ইন্ডং চা বাগানের ম্যানেজার রজত দেব জানান, আমরা গতকাল থেকে পাতা তোলা শুরু করেছি।এই সময় পাতা বেশি হয় না। গ্যাপ দিয়ে পাতা তুলতে হয়। ৪দিন পাতা তোলার পর কয়েকদিন গ্যাপ দিতে হবে। এখন এভাবেই চলবে। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পুরো মাত্রায় তোলা শুরু হবে। এপ্রিল মাস পর্যন্ত তোলা পাতাকে ফাস্ট ফ্লাস বলে। গতকাল আমাদের মাত্র ১৫০০কেজি পাতা এসেছে। 

একই রকম তথ্য জানান সোনগাছি, এলেনবাড়ি, লিসরিভার সহ বিভিন্ন চাবাগানের ম্যানেজাররা।                                                                                                 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর