ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

লিটিল ম্যাগাজিন

কালিয়াচক বইমেলার প্রাপ্তি এটা কোন মঞ্চ?

আব্দুর রউফ

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২০ ০৫ ০৫ ৫০  

বলুন তো কোন মঞ্চ? আসুন আমিব বলিএটা হলোকালিয়াচক বইমেলা ২০২০ প্রথমবর্ষের লিটিল ম্যাগাজিন মঞ্চ।মঞ্চটিতে আট-দশটি চেয়ার ধরবে, আমন্ত্রিত কবিরাই কোথায় বসবেন, আর শ্রোতারাই বা কোথা থেকে শুনবেন তা আমার কাছে বোধগম্য নয়। বইমেলা কতৃপক্ষের ব্যবহারে আমরা তিতিবিরক্ত ও আশাহত! কবি সাহিত্যেকদের সৃজনশীল সত্তার হত্যার সামিল বলে আমি মনে করি। কালিয়াচকের বইমেলা এই প্রথম শুরু হলো ও শুরু হওয়া মাত্রই যদি এমন সমস্যার উদয় হয় তাহলে এটা কে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে কি করে? আর এটাতো স্বাভাবিক যে স্থানীয় লেখক লেখিকারা, কবিরা অগ্রাধিকার পাবেন,  বইমেলা মানে হলো যারা লেখালেখি করেন তাদেরকে একটা প্লাটফর্ম দেওয়া তার সাথে যারা কবিতা লেখেন তাদের সেই লেখাগুলি যাতে করে মুদ্রিত হয় এবং জনগণের কাছে পৌঁছে দেওয়া যায় সেটাই হলো বইমেলার আসল  উদ্দেশ্য বলে আমি মনে করি। এতো টাকার বাজেট একপ্রকার ঢেলে সাজানো হয়েছে পুরো মেলাটিকে, কেবল ব্রাত্য লিটিল ম্যাগাজিন মঞ্চ, এই মঞ্চটি আবার নাম দেওয়া হয়েছে কালিয়াচকের দুই  প্রথিতযশার নামে " কবি সৈয়দ নাজিমুল ইসলাম ও বঙ্কট বাবা মঞ্চ" প্রশ্ন রেখে গেলাম এটা কি সত্যিই হাস্যকর নয়। এই মঞ্চটি আবার কালিয়াচকের কবি সাহিত্যেকের প্রতিনিধিদের নাকি লড়াই করে আদায় করতে হয়েছে, কালিয়াচকের বোদ্ধা কবি-সাহিত্যকদের অক্লান্ত লড়ই এর ফসল হলো এই মঞ্চ। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার পড়ার সরস্বতীপূজা প্যান্ডেল বোধহয় এর থেকে ভালো হয়। ভাবা যায় একটা মাইক্রফোনও নেই এখানে, একপ্রকার বইমেলা কতৃপক্ষ কালিয়াবকের কবি-সাহিত্যিকদের বোধহয় দয়া করেছে বলেই মনে হয়, যাক আর কিছু বললাম না, কালিয়াচক বইমেলার লিটিল ম্যাগাজিনের জন্য যারা লড়াই করেছেন সেই সকল ঋদ্ধপুরুষকে আমি কুর্নিশ ও সালাম  জানাই। পরিশেষে সকল কালিয়িচক বাসীর কাছে আবেদন বই মেলা আসুন, পছন্দের বই সংগ্রহ করুন।

 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর