ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৩ ১৪৩১   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

আলগাপুর মডেল হাসপাতাল নিয়ে অভিযোগ ব্লক কংগ্রেসের

রাহাতুল আক্তার বড়ভূইয়া

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৯ ১৩ ০১ ০৩  

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলচ্ছেন আলগাপুর ব্লক কংগ্রেসের কর্মকর্তারা

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলচ্ছেন আলগাপুর ব্লক কংগ্রেসের কর্মকর্তারা

আলগাপুর মডেল হাসপাতাল নিয়ে অভিযোগ ব্লক কংগ্রেসের

বিধায়ক নিজামের ব্যর্থতায় চালু হচ্ছেনা আলগাপুর মডেল হাসপাতাল -  অভিযোগ ব্লক কংগ্রেসের

পন্ডিত জহরলাল নেহরুর জন্মদিন পালন আলগাপুর রাজীব ভবনে। 

আলগাপুর মডেল হাসপাতাল চালু হওয়ার জন্য স্থানীয় বিধায়ক হাজি নিজাম উদ্দিন চৌধুরীর ব্যর্থতার অভিযোগ তুলল আলগাপুর ব্লক কংগ্রেস। বৃহস্পতিবার পন্ডিত জহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে আলগাপুর হাসপাতালের রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করেন ব্লক কংগ্রেসের কর্মীরা। কংগ্রেস আমলে নির্মিত আলগাপুর মডেল হাসপাতাল চালু হওয়ার জন্য ক্ষোভ ব্যাক্ত করেন তারা। জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি মহরম আলি মজুমদার বলেন আলগাপুরের মানুষ যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছিলেন তার দশ শতাংশ পুর্ন হয়নি । বিজেপি সরকার এবং আলগাপুরে এআই ইউডিএফ নেতৃত্বের ওপর অতিষ্ঠ হয়েছেন মানুষ, এদের শাসনে থমকে গিয়েছে আলগাপুরের উন্নয়ন  তাই আগামীদিনে আলগাপুর সহ হাইলাকান্দি জেলায় ফের কংগ্রেস নেতৃত্বে  আসবে বলে জানান মহরম আলী মজুমদার। ব্লক কংগ্রেসের সভাপতি নুমান মিয়া বড়ভুইযা বলেন বর্তমান সরকারের আমলে  দেশে কর্মসংস্থানের অভাব দেখা দিয়েছে এবং অর্থনৈতিক অবনতি ঘটিয়ে  বিজেপি সরকার দেশের অবস্থা সূচনীয় করে দিয়েছে তাই মানুষ ফের কংগ্রেসের হাতে ক্ষমতা অর্পণ করতে চাইছেন। কংগ্রেস কর্মী হিলাল উদ্দিন লস্কর, সালেহ আহমেদ,  সাহাব উদ্দিন লস্কর, চিপরসাঙ্গন মন্ডল কংগ্রেস সভাপতি ইব্রাহিম আলি বড়ভুইয়া তারা বলেন বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীর কার্যকাল চার বছর শেষ হওয়ার পথে কিন্তু আলগাপুরের কোনো উন্নয়ন নেই । আলগাপুরের মডেল হাসপাতালটি মরহুম জননেতা শহিদুল আলম চৌধুরির নামে নামকরাণ করার দাবি সেই সঙ্গে বিভাগীয় মন্ত্রীর কাছে শীঘ্রই এই হাসপাতালটি চালু করার দাবি জানান হিলাল উদ্দিন  লস্কর,  সহ অন্যান্য কংগ্রেসিরা।  এদিন রাজ্যের বিজেপি সরকার এবং আলগাপুরের বিধায়ক হাজি নিজাম উদ্দিন চৌধুরীর কঠোর সমালোচনা করেন। আলগাপুর মডেল হাসপাতাল চালু করতে না পারায় বিধায়ক নিজামের ব্যর্থতার অভিযোগ তুলেন তারা। এদিন আলগাপুর রাজীব ভবনে পতাকা উত্তোলনের পর পন্ডিত জহরলাল নেহরুর প্রতিকৃতিকে মাল্যদান এবং শিশু দিবস নিয়ে আলোচনা সহ আলগাপুর  হাসপাতালের রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করেন ব্লক কংগ্রেসের কর্মীরা। সভায়  আলগাপুরের বিভিন্ন মন্ডল কংগ্রেসের সভাপতি সম্পাদক সহ কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর