ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ১৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৩ ১৪৩১   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

টানা দুই দিনের বৃষ্টিতে বিপাকে মালদা জেলর মৃৎশিল্পীরা।

হক নাসরিন বানু

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৯ ১৯ ০৭ ১৬  

টানা দুই দিনের বৃষ্টিতে বিপাকে মালদা জেলর মৃৎশিল্পীরা।

 

হক নাসরিন বানু, মালদা:
হাতে আর মাত্র একদিন, রবিবার গোটা রাজ্যের পাশাপাশি মালদা জেলাও কালীপুজোর আনন্দে সামিল হবে। কিন্তু টানা দুই দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছে মালদা জেলর মৃৎশিল্পীরা। মাথায় হাত কালীপুজো উদ্যোক্তাদেরও। আবহাওয়া দফতর সূত্রে খবর শনিবার পর্যন্ত চলবে এই টানা বৃষ্টি। বৃহস্পতিবারের মতো শুক্রবার সকাল থেকেও আকাশের মুখ ছিল ভার। বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় দিয়ে  রাস্তায় বেড়ায় সাধারণ মানুষ। ছাতা মাথায় দিয়ে খেয়া ঘাট পারাপার করে যাত্রীরা। এদিন সকাল থেকে বৃষ্টির ফলে হালকা শীত অনুভব করে জেলাবাসী।আর কদিন বাদে কালীপূজা তার প্রস্তুতিতেও অসুর সেজেছে এই বৃষ্টি। শিল্পীরা প্রতিমার কাজও ঠিকভাবে শেষ করতে পারছেননা এই বৃষ্টির কারণে। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় কালী প্রতিমা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে হচ্ছে তাদের। জেলাবাসীর আশঙ্কা দুর্গাপূজার আগে যেমন বাধা সৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে তেমন হয়তো কালী পূজাতেও ভিলেন হতে পারে বৃষ্টি। আর তার জেরেই মাথায় হাত পড়েছে মৃৎশিল্পী এবং কালীপুজো উদ্যোক্তাদের। 
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এই বৃষ্টির ফলে দীপাবলির আনন্দ মাটি হতে পারে জেলাবাসীর। আগামী শনিবার পর্যন্ত চলবে এই ভারী বৃষ্টি এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর