ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

জাতীয় সরকে বন্যপ্রাণীর লাগাতার মৃত্যু বিকল্প সরকের দাবী উঠল

প্রকাশিত: ১০ জুলাই ২০১৯ ২১ ০৯ ৫২  

 জাতীয় সরকে বন্যপ্রাণীর লাগাতার মৃত্যু বিকল্প সরকের দাবী উঠল


 ডুয়ার্সের বিভিন্ন বনাঞ্চলের মধ্য দিয়ে বয়ে একাধিক জাতীয় সরক। সেই সরক এখন সরকারের কল্যাণে ঝাঁ চকচকে। স্বাভাবিক ভাবে পন্যবাহী গাড়ি থেকে যাত্রীবাহী বাস তীব্র গতিতে চলাচল করতে অভ্যস্ত। যার ফলে প্রতি বছর বহু বনের পশুপাখি গাড়ির ধাক্কায় মারা পড়ছে। গত এক বছরে চালসা থেকে ময়নাগুড়ি গামী জাতীয় সরকে শুধু গরুমারা বনাঞ্চলের ১০ কিমি দৈঘের পথে ২১ টি বন্য প্রাণীর গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে। এর মধ্যে বাইসন, সম্বর চিতাও রয়েছে। একই রকম ভাবে নাগরাকাটা থেকে চালসার মাঝে চাপরামারি বনাঞ্চলেও বন্যপ্রাণীর মৃত্যু ঘটেছে। লাগাতার এই ভাবে বন্য প্রানীর মৃত্যুতে উদ্বিগ্ন পরিবেশ প্রেমীরা। মঙ্গলবার এই কারনে মালের এস ডি ও এবং জাতীয় সরক কর্তৃপক্ষের কাছে বিকল্প সরকের দাবী জানিয়ে স্মারক লিপি জমা করে মালের পরিবেশপ্রেমী সংস্থা মাউন্টেন ট্রেকার ফাউন্ডেশন। সংগঠনের পক্ষে স্বরুপ মিত্র বলেন, প্রতিবছর এই রাস্তায় বহু বন্যপ্রাণীর গাড়ির ধাক্কায় মৃত্যু ঘটছে। বনবিভাগ কিম্বা প্রশাসনের পক্ষ থেকে যানবাহনের গতি নিয়ন্ত্রনের ব্যবস্থা নেওয়া উদ্যোগ সেরকম নেওয়া হয়না। ব্যবস্থা না থাকায় বহু যানবাহন বেপরোয়া ভাবে চলাচল করে। অথচ জলপাইগুড়ি যাওয়ার জন্য বড়দীঘি হয়ে বিকল্প রাজ্য সরক রয়েছে। সেই সরকটিকে ব্যবহার করলে এই ঘটনা ঘটবে না। এক সময় এই সরকটিকে বিকল্প সরক হিসাবে প্রস্তাব নেওয়া হয়েছিল। সেটিকে বাস্তব রুপ দেওয়া জরুরি। 
এনিয়ে জাতীয় সরক দপ্তরের বাস্তুকার বলেন, ওনাদের আবেদন পেয়েছি। উপর মহলে জানাব।                                                                                                                                  

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর