ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

এশিয়া চলচ্চিত্র উৎসবে ‘কালের পুতুল’

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ৩ নভেম্বর ২০১৮ ১৯ ০৭ ০৮  

রহস্য গল্প নিয়ে নির্মিত ‘কালের পুতুল’ প্রদর্শিত হবে বার্সেলোনায় অনুষ্ঠিতব্য ‘৬ষ্ট এশিয়া চলচ্চিত্র উৎসবে’। এ উৎসবে ‘ডিসকভারিজ’ বিভাগে এটি দেখানো হবে। চলতি বছরের মার্চে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তি পায়। আকা রেজা গালিব পরিচালিত এটি তার প্রথম চলচ্চিত্র। প্রেক্ষাগৃহের পাশাপাশি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েও এটি প্রশংসিত হয়। এর কাহিনী ও চিত্রনাট্য করেছেন নাসিফুল ওয়ালিদ। অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, বীথি রানী সাহা, জান্নাতুন নূর মুন, শাহেদ আলী, রাইসুল ইসলাম আসাদ, লুৎফর রহমান জর্জ, মাহমুদুল ইসলাম মিঠু, আশিষ খন্দকার, ঋতু সাত্তার, আরিফ অর্ক প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন সানি জুবায়ের।

এ উৎসবে অংশগ্রহণের জন্য বিশটি দেশের প্রায় পাঁচ শতাধিক চলচ্চিত্র জমা পড়েছিল। সেখান থেকে সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া একশো চলচ্চিত্র মনোনিত হয়েছে। ৩১ অক্টোবর থেকে পৃথক পৃথক তিনটি ভেন্যুতে এগুলো দেখানো হচ্ছে। উৎসব শেষ হবে ১১ নভেম্বর। অফিশিয়াল, প্যানারোমা, নেটপ্যাক, ডিসকভারিজ, স্পেশাল, কম্পিটিশন এবং রেট্রোস্পেকটিভ ক্যাটাগরিতে প্রদর্শিত হচ্ছে। এ বছর ‘রেট্রোস্পেকটিভ বিভাগ’টি উৎসর্গ করা হয়েছে চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে ‘স্বর্ণপাম’ জয়ী জাপানি চলচ্চিত্র ‘শপলিফটারস’ নির্মাতা হিরোকাজু কোরি-এদারকে।

উৎসবে বাংলাদেশ থেকে আরো দুটি সিনেমা দেখানো হচ্ছেÑ ফাখরুল আরেফিন খানের ‘ভুবন মাঝি’ এবং মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’। এগুলো দেখানো হবে যথাক্রমে স্পেশাল ও নেটপ্যাক ক্যাটগরিতে।

 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর