ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ১৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

রাতের অন্ধকারে শহর থেকে চাবাগান দাপিয়ে বেড়াল বুনো হাতি

পুষ্পপ্রভাত ডেক্স

প্রকাশিত: ৬ জুন ২০১৯ ২৩ ১১ ৪৭  

 রাতের অন্ধকারে শহর থেকে চাবাগান দাপিয়ে বেড়াল বুনো হাতি। 

সংবাদদাতা, মালবাজার, ৬ জুন

ডুয়ার্স এলাকায় এখন লোকালয়ে হাতি ও চিতার হানা দৈনন্দিন ঘটনা। এতদিন চাবাগান ও বনবস্তি এলাকায় এই উপদ্রব থাকলেও এখন শহরেও হাতি এসে তান্ডব করে চলে যাচ্ছে। বুধবার রাতে এমনটাই ঘটলো ওদলাবাড়ি শহরের একাধিক পাড়ায়। কাঠাল গাছ থেকে কাঠাল পেড়ে খায়। পরে আবার বনে ফিরে যায়। 
জানাগেছে, বুধবার রাত ১১ ভুট্টাবাড়ি বনাঞ্চল থেকে তিনটি হাতি চেল নদী পেরিয়ে মানাবাড়ি চাবাগানে চলে আসে। শ্রমিক বস্তিতে তান্ডব শুরু করে। শ্রমিকদের প্রতিরোধে দুটি হাতি ফিরে গেলেও একটি হাতি ওদলাবাড়ি ডিপোপাড়া এলাকায় ঢুকে তান্ডব শুরু করে। কাঠাল পেড়ে খায়। একজন হাতির সামনে পড়ে পালাতে গিয়ে কাচে পা কেটে জখম হয়।   বাসিন্দারা সবাই বেরিয়ে এসে হাতি তাড়াতে তৎপর হয়। হাতিটি সেখান থেকে রেললাইন পেরিয়ে আন্দাঝোড়া বাধের উপর চলে আসে। সেখানের বাসিন্দারা সবাই জেগে উঠে হাতি তাড়াতে শুরু করে। এরপর এদিকওদিক দাপাদাপি করে অবশেষে ওদলাবাড়ি চাবাগান হয়ে আপালচাদ বনাঞ্চলে ফিরে যায়। স্থানীয় লোকজন জানায় এভাবে শহরের বুকে হাতি আসেনা এই ঘটনায় শহরবাসীর মনে আতংক ছড়িয়েছে।                                                                                           

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর