ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

সাড়ে তিন হাজার পরিবার উপকৃত

সহ-সভাধিপতির খাদ্য সামগ্রী বিতরণ

জব্বার আলী ,ইসলামপুর

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২০ ১৯ ০৭ ৩০  

 কয়েক হাজার মানুষ যারা হোম কোয়ারেন্টাইন এ আছেন তাদের পরিবারের সদস্যরা এই মুহূর্তে চরম অসহায়। আয়ের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় তারা সমস্যায়।আর তাই আর্থিক সংকটের মুখে দাঁড়িয়ে থাকা শ্রমিক পরিবারের পাশে এসে দাঁড়ালেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহ সভাধিপতি ফারহাদ বানু। শুক্রবার তিনি কোয়ারেন্টাইনে থাকা তিনহাজার তিনশ মানুষের বাড়িতে বাড়িতে প্রয়োজনীয় খাদ্য দ্রব্য পৌঁছানোর কাজ শুরু করলেন। মূলত ব্যক্তিগত উদ্যোগেই তার এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।শুক্রবার মানুষের হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল আলু, তেল, সাবানসহ প্রয়োজনীয় সামগ্রী। ওই শ্রমিক পরিবারের সদস্যরা মিলে এই সংকটের মুহূর্তে অন্তত যাতে অন্তত দশ দিন তারা দুবেলা পেটপুরে খেতে পারে সেই ধরনের ব্যবস্থাই করা হয়েছে। সহ-সভাধিপতি প্রতিনিধি সমাজকর্মী জাভেদ আকতার জানান, শুধু যে কোয়ারেন্টাইনে থাকা মানুষ জনের পরিবার তাও নয় বরং এলাকার বিশেষ করে ইসলামপুর বিধানসভার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে যে সমস্ত দুঃস্থ, প্রতিবন্ধী এবং বিধবা রয়েছে তাদেরকেও এই পরিষেবা তুলে দেওয়া হচ্ছে এবং সামাজিক দূরত্ব  মেনেই এই পরিষেবা প্রদান করা হচ্ছে বলে জানান তিনি। অন্যদিকে একই রকম ভাবে মহম্মদ লালু,মহম্মদ লাগল এবং আহমদ  নামে তিন ব্যক্তি তথা সমাজকর্মী গ্রামে গ্রামে গিয়ে চাল, ডাল, আলু, পিয়াজ সহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্য দ্রব্য তুলে দিচ্ছেন দুঃস্থদের। তিন দিন ধরে চলছে তাদের এই অভিযান। শুক্রবার ইসলামপুরের সারদাপল্লীতে গিয়েও সাধারণ মানুষের মধ্যে যারা  দুঃস্থ তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এই প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। মহম্মদ লালু জানান, এ বিষয়ে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর