ব্রেকিং:
জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ জুলাই ২০২৫   আষাঢ় ২৩ ১৪৩২   ১১ মুহররম ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রাস্তা ঢালাইয়ে দুর্নীতি, কাঠগড়ায় পঞ্চায়েত সদস্য

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮ ০৬ ৪৫   আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮ ০৬ ৪৫

হওয়ার ব্যথা ছিল এক জায়গায়। হাল অন্য জায়গায়। এমনই অভিযোগ উঠল বাঙ্গীটোলা পঞ্চায়েতের সিপিএম সদস্য মজিদ শেখের বিরুদ্ধে। অভিযোগপত্র নিয়ে পঞ্চায়েত প্রধান ও বিডিও'র দ্বারস্থ হলেন তৃণমূলের কনটেস্টিং ক্যান্ডিডেট মহম্মদ আবদুল। বারিক। বাঙ্গীটোলা গ্রাম পঞ্চায়েতের জানুটোলা সংসদ ১৩ তে ২০২৪ অর্থবছরে ১৫ ফিন্যান্স থেকে ৪০ লক্ষ টাকা ব্যয়ে ঢালাইয়ের রাস্তার কাজ মঞ্জুর হয়। দায়িত্বে ছিলেন ওই বুথের সিপিএম পঞ্চায়েত সদস্য। অভিযোগ, শিডিউলে মাজেদ শেখের বাড়ি থেকে নারায়ণ কর্মকারের বাড়ি পর্যন্ত কাজের কথা ছিল। অথচ কাজটি

অভিযোগ ভিত্তিহীন। অন্য গলিতে যে কাজটি হয়েছে সেটি আমি ব্যক্তিগতভাবে করেছি। শিডিউলে থাকা গলিতে এখনও কাজ শুরু হয়নি। সেই রাস্তায় পাইপলাইনের কাজ সম্পূর্ণ হলে এই কাজটি শুরু হবে। মজিদ শেখ পঞ্চায়েত সদস্য অন্য জায়গায় সরিয়ে বাশিরুউদ্দিন শেখ থেকে কালিমুদ্দিনের বাড়ি পর্যন্ত করেন মজিদ। এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল ও সিপিএমের রাজনৈতিক সমস্যা। জানুটোলা বুদ্ধের তৃণমূলের কনটেস্টিং ক্যান্ডিডেট মহম্মদ। আবদুল বারিকের সাফ কথা, 'আমাদের পঞ্চায়েতে সিপিএমের দাদাগিবি আমরা সহ্য করব না। বিষয়টি নিয়ে আমি প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানাচ্ছি। এখানে তৃণমূলের ভোটার বেশি। তাই সিপিএম পঞ্চায়েত সদস্য অন্য গলিতে কাজটি করেছেন।'

বিষয়টি নিয়ে গ্রামবাসী সিপিএম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে স্থানীয় প্রধান, বিডিও, এসডিও, জেলা শাসক ও ডিপিআরডিওকে জানিয়েছেন। প্রধান মহিবুর শেখ বলেন, 'এ ধরনের একটা অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা প্রমাণ হলে ওই রাস্তার বিল আটকে দেওয়া হবে।' বিডিও বিপ্রতিম বসাকের আশ্বাস, 'অভিযোগের তদন্ত হবে।'

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর