ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ১৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

রাতাবাড়িতে উপনির্বাচনে প্রচারে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল

দিদারুল ইসলাম

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯ ০০ ১২ ২৩  

আমাকে ভোট দিন, আপনাদের সুরক্ষার দায়িত্ব আমিই নেব’ রাতাবাড়ি উপনির্বাচনের বললেন মুখ্যমন্ত্রী সনোয়াল

*রাতাবাড়ি*: তুঙ্গে উঠেছে রাতাবাড়ি উপনিৰ্বাচনের ভোট প্ৰচার। কংগ্ৰেস-বিজেপি উভ দলই রাতাবাড়ি সমষ্টিটি দখলের জন্য জোরদার ভাবে দলীয় প্রার্থীর হয়ে প্ৰচার অভিযান অব্যাহত রাখছে। রাতাবাড়ি সমষ্টিতে বিজেপি প্ৰাৰ্থী বিজয় মালাকারের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ করিমগঞ্জে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল। এদিন তিনি রাতাবাড়ি সমষ্টির অন্তর্গত পৃথক দুটো জনসভায় অংশ নেন৷
রাতাবাড়ি সমষ্টির অন্তর্গত নিভিয়াতে আজ সকাল সাড়ে দশটায় মুখ্যমন্ত্ৰীর উপস্থিত হওয়ার কথা ছিল যদিও প্ৰায় দেড় ঘণ্টা দেরিতে সভাস্থলীর অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে মুখ্যমন্ত্ৰীর হেলিকপ্টার। মোট ১লক্ষ ৬১হাজার ভোটার থাকা ওই সমষ্টিটিতে মূলত নিৰ্ণায়ক ভূমিকা গ্ৰহণ করেন চা জনগোষ্ঠীর ভোটাররা। তাই মুখ্যমন্ত্ৰী তাঁর ভাষণে প্ৰসংঙ্গে চা জনগোষ্ঠীর ভোটারদের আকৃষ্ট করতেই দেখা গেল। হিন্দি বাংলা আর মিশ্র অসমীয়া ভাষায় প্ৰদান করা ভাষণে বিভিন্ন অভিলাষী প্রকল্পের কথা উল্লেখ করে ভোটারদের আকৃষ্ট করার প্ৰচেষ্টা করেন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল।
ভাষণে মুখ্যমন্ত্ৰী বিরোধী দল কংগ্ৰেসকে এক হাত নেন। বিজেপি প্ৰাৰ্থী বিজয় মালাকারের হয়ে প্রচার চালাতে গিয়ে মুখ্যমন্ত্ৰী বলেন, “বিজয় মালাকারকে ভোট নয়, আমাকে ভোট দিন। আপনাদের সুরক্ষার দায়িত্ব আমিই নেব।”
এদিকে প্ৰখর রোদ উপেক্ষা করেও সভাস্থলীতে উপস্থিত ছিল যথেষ্ট সংখ্যক বিজেপির কৰ্মী- সমৰ্থক। তাছাড়া মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার দেখতেও উৎসুক জনতার মধ্যে ভীড় পরিলক্ষত হয়৷
সভা শেষে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে বলেন, “রাতাবাড়ি সমষ্টির অসম্পূর্ণ কাজ সমূহ খুব শীঘ্রই সম্পূৰ্ণ করা হবে। বিজয় মালাকার খুব উদ্যমী এক যুবক। বর্তমান সাংসদ তথা প্রাক্তন রাতাবাড়ির বিধায়ক কৃপানাথ মাল্লাহ কে মানুষ যেভাবে ভালবাসা দিয়েছেন ঠিক সেভাবেই বিজয় মালাকারকে জনগণ ভালোবাসা দেবেন।”

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর