ব্রেকিং:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ২৩ ফেব্রুয়ারি ২০২৫   ফাল্গুন ১০ ১৪৩১   ২৪ শা'বান ১৪৪৬

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

ইসলামপুরে

রহস্যজনকভাবে যুবতী খুন, চাঞ্চল্য

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২০ ২১ ০৯ ৫৫  

রহস্যজনকভাবে যুবতী খুন, চাঞ্চল্য

রহস্যজনকভাবে যুবতী খুন, চাঞ্চল্য

ইসলামপুর রহস্যজনকভাবে এক যুবতীর খুনের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ইসলামপুর থানার  পুরাতন স্টেশন বস্তি এলাকার বাসিন্দা শায়েতা তসমীন নামে ওই যুবতীর মৃতদেহ  পাওয়া গেল বিহারে। স্থানীয় সূত্রে জানা গেছে, এলএলবি পাঠরতা উনিশ বছর বয়সের ওই যুবতীকে  মঙ্গলবার সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও কোনো সন্ধান না পাওয়ায় ইসলামপুর থানায় একটি মিসিং ডায়েরি করেন নিখোঁজ যুবতীর বাবা আহমেদ নাওয়াজ। তিনি জানান, তার মেয়ে ট্রেনে করে বিহারের মাগুর যান হয়ে কোথাও যাচ্ছে বলে খবর পান। তিনি সেখানে গিয়েও কোনো সন্ধান পাননি। কিন্তু পরবর্তীতে পৌঁছান বিহারের কিশানগঞ্জ জেলার পুঠিয়া থানার বাগমারা এলাকায়। সেখানে তার মেয়ের মৃতদেহটি পড়েছিল। তবে রহস্যজনক খুনের ঘটনার পেছনে যারা জড়িত ছিল এবং যাদেরকে তিনি সন্দেহ করেছেন তাদের  থানায় নিয়ে আসা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।ইসলামপুর থানার আইসি শমীক চ্যাটার্জী জানান,এটি বিহার এর ঘটনা।বিষয়টি বিহার পুলিশ দেখবে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর