ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

ভবানীপুর চৌমাথা ব্রিজ মোড়ে জাতীয় সড়কের পাশপ্রতিক্ষালয়ের দাবি

মোহঃ নাজিম আক্তার

প্রকাশিত: ১৪ মে ২০১৯ ১৮ ০৬ ২৪  

 হরিশ্চন্দ্রপুর : 

মালদহের হরিশ্চন্দ্রপুরের ভবানীপুর চৌরাস্তার মোড়ে 81 নম্বর জাতীয় সড়কের উপরে প্রতীক্ষালয় ও শৌচাগার না থাকায় যাত্রীদের বিপাকে পড়তে হচ্ছে ।ভবানীপুর মোড় হয়ে হরিশ্চন্দ্রপুর ও চাঁচলের দিকে 81 নম্বর জাতীয় সড়ক গিয়েছে ।রয়েছে কুশিদা ও কড়িয়ালিগামী রাজ্য সড়ক দু'টিও।ফলে গুরুত্বপূর্ণ ওই মোড়ে বাস ধরতে যাত্রীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় ।কিন্তু প্রতীক্ষালয় ও শৌচাগার না থাকায় যাত্রীদের নিত্য নাজেহাল হতে হলেও সরকারের হেলদোল নেই বলে অভিযোগ ।

ভবানীপুর ব্রিজ চৌরাস্তার মড়ে গড়ে উঠেছে সামসী নিয়ন্ত্রিত তূলসীহাটা মার্কেট ।আরও গড়ে উঠেছে হোটেল,রেস্তোরাঁ,চায়ের দোকান ও কাপড়ের দোকান।রয়েছে দুটি নার্সারি স্কুলও ।রবিবার তুলসীহাটা হাটে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়।হাটুরিয়াদের প্রতীক্ষালয় ছাড়াই রাস্তার ধারে গাড়ি ধরার জন্য রোদ-জল বৃষ্টিতে অপেক্ষা করতে হয় ।

 

 হরিশ্চন্দ্রপুর ,কনুয়া, চাঁচল ও সামসী স্কুল ও কলেজ ছাত্র-ছাত্রীদেরকে দোকানের সামনে ঘন্টা পর ঘন্টা ধরে দাঁড়িয়ে বাস ধরার জন্য অপেক্ষা করতে হয়।

স্থানীয় দোকানদার রঞ্জু, নুরালম, সোয়েল,মামুন ও আসগর'রা জানান 'আমরা উপর মহলকে বারে বারে জানালেও কোনও কাজের কাজ কিছুই হয়নি।'আসগর আরও জানান,' যদি সরকার দ্রুত প্রতীক্ষায় ও সৌচাগারের ব্যবস্থা না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব ।' 

তুলসীহাটা ও পিপলা উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রী চাঁদসুলতানা, সেলিনা পারভীন, সোহানা পারভীন ও আজমেরি সুলতানারা জানান' স্কুল ও টিউশন যাওয়ার সময় প্রতীক্ষালয় ছাড়াই রাস্তার ধারে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করতে হয় ।সৌচাগার না থাকায় আরও বড়ো সমস্যায় পরতে হয় ।

 

ভবানীপুর ব্রিজ মোড়ে গড়ে উঠেছে নাগরিক কল্যাণ সমিতি ও ব্রজ মোহন মেমোরিয়াল ক্লাব দুটি ।

  

ব্রজ মোহন মেমোরিয়াল ক্লাবের সম্পাদক মুদ্দাশির হোসেন অরফে মাজেদ জানান 'হরিশ্চন্দ্রপুর এলাকার সব থেকে চক এলাকা ভবানীপুর ব্রিজ মোড়।যেখান হরিশ্চন্দ্রপুর, চাঁচল,কুশিদা ও ভালুকাগামী চার চারটি রাস্তা মিলিত হয়েছে এবং দূরপাল্লার বাস এখানেই দাড়ায় সেখানে কেন যে সরকারের নজর পড়েছে না তা বলাই বাহুল্য ।আমরা ক্লাবের পক্ষ থেকে আবেদন জানিয়েছি , আশা করি 81 নং জাতীয় সড়কের কাজ শেষ হলেই হয়তো প্রতীক্ষালয় ও শৌচাগারের কাজটি হবে ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর