ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

রোববার   ১৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

ফাগুনের ঝড়বৃষ্টিতে আলুর পর টমাটোতে ক্ষতির মুখে কৃষকরা

সংবাদদাতা মালবাজার

প্রকাশিত: ৩ মার্চ ২০২০ ২২ ১০ ৩৪  

 ফাগুনের ঝড়বৃষ্টিতে আলুর পর টমাটোতে ক্ষতির মুখে কৃষকরা। 
সংবাদদাতা,মালবাজার,৩মার্চ। গত সপ্তাহে বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছিল আলুর। আর গত সোমবার ঝড় বৃষ্টিতে ক্ষতি হল টমেটো, মটরশুটি এবং বাধাকপির। 
গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ডুয়ার্স এলাকায় প্রবল ঝড় বৃষ্টি হয়। আর এই ঝড় বৃষ্টিতে ক্ষতি হয় সব্জি চাষে। মালবাজার মহকুমার বিভিন্ন এলাকায় এই ঝড় বৃষ্টিতে ক্ষতি হয় জমির সব্জি। 
মালবাজার ব্লকের বর্মন পাড়া, গাজোলডোবা এলাকার কৃষক,  রতিরাম ওঝা, মালতি কর্মকারদের বক্তব্য,বিশেষ করে টমেটো চাষের ক্ষতি বেশি মাত্রায় হয়েছে। ঝড়ের ফলে টমেটো গাছ হেলে পরেছে। যার ফলে মঙ্গলবার সকাল থেকে আমরা টমেটো গাছ ঠিক করতে মাঠে নেমে পরেছি।  অন্য দিকে টমেটো গাছের গড়াত জল জমে গেছে। আর এতে ক্ষতির মুখে কৃষকেরা। ইতি মধ্যে খাপাপ আবহাওয়ার জন্য বহু টমেটো নষ্ট হয়েছে। যারফলে বহু কৃষকেরা আতঙ্কে গাছ থেকে টমেটো তুলে ফেলছে। তাদের দাবি একদিকে বৃষ্টি, ঝড় এবং অন্য দিকে বীজ ভালো না থাকায় ফলনও ভাল হয় নি। 
আকাশে যা অবস্থা তাতে মাঝে মধ্যেই বৃষ্টি এবং ঝোড় হাওয়া হয়েই চলেছে। তাতে জমির ফসল আরো ক্ষতির সম্ভাবনা রয়েছে।  শুধু টমেটোই নয় ক্ষতি হয়েছে মটরশুটি এবং বাধাকপিরো।
এনিয়ে মালের এডিএ উৎপল মন্ডল বলেন, হ্যাঁ, কালকে প্রচন্ড ঝড়বৃষ্টি হয়েছে। তবে টমাটোর বিষয়টি হর্টিকালচারাল দপ্তর দেখে। কৃষকরা উদ্যান পালন শাখায় আবেদন করলে ক্ষতি পুরন পেতে পারে।               

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর