ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

ফরাক্কা ব্যারেজে ইলেকট্রিক তার ছিঁড়ে বিপত্তি, আটকে পড়ল লোকাল ট্রেন — ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫ ০৮ ০৮ ০৯   আপডেট: ২৫ আগস্ট ২০২৫ ০৮ ০৮ ০৯

ফারাক্কা,মুর্শিদাবাদ: রবিবার সকালেই চরম বিপত্তি ঘটল মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজে। নিউ ফরাক্কা স্টেশন প্রবেশের মুখে হঠাৎই ছিঁড়ে যায় ইলেকট্রিক তার। এর জেরেই ব্যারেজের উপর থমকে দাঁড়িয়ে পড়ে মালদা–আজিমগঞ্জ প্যাসেঞ্জার লোকাল ট্রেন। সকাল আটটা থেকে প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় ধরে ট্রেনটি আটকে থাকায় চরম ভোগান্তির শিকার হন শতাধিক যাত্রী।রেল দপ্তর সূত্রে জানা গিয়েছে, ফরাক্কা ব্যারেজের উপর বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে যাওয়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। মালদা থেকে ছাড়ার পর নিউ ফরাক্কা হয়ে আজিমগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল লোকালটি। কিন্তু মাঝপথেই তা থেমে যায়। ঘটনাস্থলে ছুটে আসেন রেল দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও RPF কর্মীরা।হঠাৎ আটকে পড়া ট্রেনে গরমে ও অনিশ্চয়তায় ভোগান্তির শিকার হন সাধারণ যাত্রীরা।আরো এক যাত্রী জানান করে বলেন, “প্রায় দেড় ঘন্টা ধরে ট্রেন আটকে রয়েছে। আমার জঙ্গিপুর যাওয়ার কথা ছিল, কিন্তু সময়মতো পৌঁছাতে পারছি না।”আরেকজন যাত্রী জানান, “আমি কুলিক এক্সপ্রেস ধরব ভেবেছিলাম। কিন্তু এই বিলম্বের কারণে সেটা আর সম্ভব হলো না।”এই বৈদ্যুতিক বিপর্যয়ের কারণে কেবল মালদা–আজিমগঞ্জ লোকাল নয়, আশপাশের ট্রেন পরিষেবাতেও প্রভাব পড়ে। কুলিক এক্সপ্রেস ও অমৃত ভারত এক্সপ্রেস—দুটিকেই মালদা স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় বলে রেল সূত্রে জানা যায়। ফলে অন্য যাত্রীরাও সমস্যায় পড়েন।পরিস্থিতি সামাল দিতে দ্রুত উদ্ধারকাজ শুরু করে রেল কর্তৃপক্ষ। আটকে পড়া লোকাল ট্রেনটিকে প্রথমে ডিজেল ইঞ্জিন দিয়ে নিউ ফরাক্কা স্টেশনে আনা হয়। এরপর নতুন ইলেকট্রিক ইঞ্জিন সংযুক্ত করে আজিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। একইসঙ্গে ব্যারেজের উপর ছিঁড়ে যাওয়া বিদ্যুৎ লাইন মেরামতির কাজও দ্রুত সম্পূর্ণ করা হয়। রেল দপ্তর সূত্রে রবিবার দুপুরেই জানানো হয়, ক্ষতিগ্রস্ত ইলেকট্রিক তার মেরামত করা হয়েছে। বর্তমানে ফরাক্কা ব্যারেজ সংলগ্ন রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে হঠাৎ এহেন ঘটনায় যাত্রীদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে রেল কর্তৃপক্ষকে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর