ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ১৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৩ ১৪৩১   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

পানিসাগর থানার পুলিশ, বিএসএফএর অভিযানে ২১৬ কেজি, অবৈধ গাজা উদ্ধার

দিদারুল ইসলাম

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৯ ১২ ১২ ৫১  

পানিসাগর থানার পুলিশ এবং বিএসএফএর যৌথ অভিযানে ২১৬ কেজি, অবৈধ গাজা উদ্বার

ধর্মনগর ১৯ অক্টোবর:-পানিসাগর থানার পুলিশ এবং বি এস এফ এর যৌথ অভিযানে বহিরাজ্যে পাচারের আগে বিপুল পরিমানের  গাঁজা আটক।ঘটনার বিবরণে যানা গেছে আজ সকাল আনুমানিক ১২টা নাগাদ গোপন সংবাদের ভিওিতে পানিসাগরস্হিত বি,এস,এফ,  সেক্টরহেড কোয়ার্টার এর জি,টিম এবং পানিসাগর থানার যৌথ প্রয়াসে আসাম-আগরতলা জাতীয় সড়কের থানার সম্মুখে  তল্লাশি  চালিয়ে জে,কে, ০২সি,জি,৫১১১ নং ১৪চাকার ট্রাক গাড়ি থেকে ২১৬ কে,জি, অবৈধ গাজা উদ্বার করাহয়।গাজা গুলি ট্রাকের   কেপ এবং কেবিনে লুকিয়ে রেখা হয়েছিল।ঘটনা স্থলে উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমার পুলিশ আধিকারিক অভিজিৎ দাস।   অবৈধ গাজা গুলির সাথে আটক করা হয় গাড়ি চালক  জাবেদ ইকবাল  (৩০)পিতাঃ- মঃ সরিফ।বাড়ি কাটোয়া ডিসট্রিক্ট, থানা-  রামকুর এর গুরকাল,জম্মু-কাশ্মীর এর  সিন্দা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক জানায় সে গাজা গুলি আগরতলা থেকে গৌহাটির   উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।আটককৃত গাজা গুলির বাজার মূল্য ১৮ লক্ষ টাকা হবে বলে অনুমান।এইমর্মে পানিসাগর থানায়   এন,ডি,পি,এস, এক্টে একটি মামলা নিয়ে তদন্তের কাজ জারিরাখা হয়েছে।আগামি কাল ধৃত চালককে আদালতে সোপর্দ করা হবে এবং  তদন্তের জন্য পুলিশি রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পানিসাগর থানার পুলিশ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর