ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৫ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

জয়পুরহাটে আগুনে পুড়ে ৮ জনের মৃত্যু

জাগরণ রিপোর্ট

প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৮ ১১ ১১ ৪১  

 

জয়পুরহাটে বৈদ্যুতিক শটসার্কিট থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের ৮ জনের মৃত্যু হয়েছে।  

বুধবার রাত সাড়ে ৯টার দিকে জয়পুরহাটের আরামনগর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, আরামনগর এলাকার দুলাল হোসেনের স্ত্রী মোমেনা বেগম (৬০), তার ছেলে মোমিন আহম্মেদ (৩৫), মেয়ে জেএসসি পরিক্ষার্থী বৃষ্টি (১৪), দুলালের জমজ মেয়ে হাসি (১৫), খুশি (১৫), মোমিনের স্ত্রী পরিনা বেগম (৩২)   মোমিনের দেড় বছরের ছেলে নূর এবং দুলাল হোসেন। 


নিহতের স্বজন মজনু জানান, দগ্ধদের দুটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়ার পথে বৃহস্পতিবার ভোরে চারজনের মৃত্যু হয়।  পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বাকি তিনজনের মৃত্যু হয়।  অবশেষে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় বাকি একজনেরও মৃত্যু হয়।  এ নিয়ে একই পরিবারে মোট ৮ জনের মৃত্যু হয়েছে।

অপরদিকে, পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাতে মোমেনা বেগম বাসায় রাইস কুকারে রান্না করছিলেন।  এ সময় বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং পুরো বাড়ি পুড়ে গিয়ে সেখানেই তিনজন নিহত হন।  স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করায়।

এএস/বিএস 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর