ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বৃহস্পতিবার   ২৭ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১৩ ১৪৩২   ০৬ জমাদিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

জীবিকার লড়াইয়ে রাস্তায় হাজারো টোটো — সামশেরগঞ্জে সিপিআই(এম)-এর মহাবিক্ষোভ

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫ ১০ ১০ ১১   আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১০ ১০ ১১

সফিকুল ইসলাম,সামশেরগঞ্জ: আগামী ২৬ বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই টোটো রেজিস্ট্রেশন ফি নিয়ে রাজ্যজুড়ে ক্ষোভ বাড়ছে। টোটো চালকদের এই বিরক্তি ও আন্দোলন শাসক দলের জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে রাজনৈতিক মহলের বিশ্লেষণ।সোমবার সকালে সামশেরগঞ্জের কৃষক বাজারে টোটো চালকদের নিয়ে বিশাল বিক্ষোভ র‍্যালির আয়োজন করল শ্রমিক সংগঠন CITU। ডেপুটেশনে তাঁদের মূল দাবী -টোটোর রেজিস্ট্রেশন ৫০০ টাকার মধ্যে করতে হবে, ২ বছরের টোটোর বৈধতা উল্লেখ করা যাবেনা, টোটো রেজিস্ট্রেশন সময়সীমা বৃদ্ধি করতে হবে, ইউনিয়নের মাধ্যমে  রেজিস্ট্রেশন করতে হবে, অনন্যা রাজ্যের মতো রোড ট্যাক্স ছাড় করতে হবে, শহর ও গ্রামে  টোটোর স্থায়ী স্ট্যান্ড করতে হবে, কম খরচে ই রিক্সার ইন্সুরেন্স করতে হবে, রুটের নামে পুলিসের যাত্রী হয়রানি বন্ধ করতে হবে, নতুন টোটো ই রিক্সা কেনার জন্য ভর্তুকি সহজ কিস্তিতে ব্যাংক লোনের ব্যবস্থা করতে হবে,। এদিন সকাল থেকে হাজার হাজার টোটো নিয়ে পথে নেমে ক্ষোভ প্রকাশ করেন টোটো চালকরা।সম্প্রতি রাজ্যের পরিবহন দপ্তর টোটো রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি নতুন নির্দেশিকা জারি করেছে। সেই অনুযায়ী রেজিস্ট্রেশনের জন্য প্রায় ১৮,০০০ টাকা খরচ হবে বলে জানানো হয়। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের ঢেউ ওঠে। অনুরূপ সামসেরগঞ্জের কৃষক বাজারো বিক্ষোভ দেখা যায়,নিয়ন্ত্রণে সামশেরগঞ্জ পুলিশ উপস্থিত ছিলেন।আরো যে এলাকার টোটো চালকদের অভিযোগ,কোনোরকমে টোটো চালিয়ে সংসার চলে। আমরা দিনমজুর মানুষ। ১৮ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি কোথায় পাবো?নতুন এই সিদ্ধান্তের ফলে মারাত্মক আর্থিক চাপ তৈরি হবে বলে দাবি চালকদের।মুর্শিদাবাদ জেলার অধিকাংশ এলাকাই বিড়ি শ্রমিক অধ্যুষিত হওয়ায় অর্থনৈতিক দুর্বলতা প্রকট। পাশাপাশি, বহু শিক্ষিত যুবক চাকরি না পেয়ে টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। তাঁদের প্রশ্ন,এভাবে রেজিস্ট্রেশনের চাপ বাড়ানো হল কেন? সরকার কি আমাদের দুঃস্থ অবস্থার কথা জানে না?”টোটো চালকদের এই দাবি ও ক্ষোভের সঙ্গে সংহতি জানিয়ে পথে নেমেছে সিপিআইএম-এর শ্রমিক সংগঠন CITU। সংগঠনের নেতৃত্ব জানিয়েছে,টোটো চালকদের স্বার্থ রক্ষার লড়াই আগামী দিনেও জারি থাকবে।উল্লেখ্য যে, শুধু টোটো চালকদের উপর এই প্রভাব পড়বে এমনটা নয়। সাধারণ মানুষ যাত্রীদের উপরে পড়তে পারে প্রভাব বাড়তে পারে যাত্রীদের ভাড়া এক অংশে মনে করছেন।

একদিকে রাজ্যে রাজনৈতিকভাবে প্রায় কোণঠাসা হলেও সামশেরগঞ্জে নতুন ভরসার হাতছানি দেখছে সিপিআইএম। টোটো রেজিস্ট্রেশন ফি বৃদ্ধির ক্ষোভকে কেন্দ্র করে টোটো চালক সমাজের বড় অংশ আজ তাদের দিকে ঝুঁকছে এমনটাই মনে করছে স্থানীয় রাজনৈতিক মহল। মোহাঃ আজাদ, মোহাঃ রাকিব ইলিয়াস শেখ,

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর