ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

চাঁচল মহকুমা আদালত ধর্ষণ মামলায় ৭ বছর সশ্রম কারাদণ্ড দিল

উজির আলি

প্রকাশিত: ৩১ মে ২০১৯ ১৯ ০৭ ০৯  

চাঁচলঃ

মালদহের চাঁচলে প্রতারণামূলক ধর্ষণের দায়ে লতিফুর রহমান নামে এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিলেন চাঁচল মহকুমা আদালত। রায়ে সাজাপ্রাপ্ত লতিফুরকে ভারতীয় দন্ডবিধির ৩৭৬/ ৪১৭/১০৯ ধারাতে সাত বছরের সশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

৩১ মে শুক্রবার চাঁচল মহকুমার বিচারপতি এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত লতিফুর রহমান,মালদহের চাঁচল থানার শিবপুর গ্রামের বাসিন্দা মমতাজ হোসেনের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে আসামী লতিফুর গ্রামের এক প্রতিবেশী মেয়েকে প্রতারণামূলকভাবে বিয়ের নাম করে কলকাতা নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে ওই মেয়ে লতিফুরকে আসামি করে চাঁচল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। পরবর্তীতে এই মামলায় এদিন একমাত্র আসামি লতিফুরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। বিচারপতির শুনানিতে সাত বছরের সশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানাও করা হয়।

সরকারি উকিল গোলাম মোস্তফা কামাল জানান, অভিযুক্তকে সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন চাঁচল মহকুমা আদালতের অতিরিক্ত জেলা জর্জ পার্থপ্রতীম চক্রবর্তী।

আসামীপক্ষের উকিল চিন্ময় মিশ্র বলেন, আমরা এই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আবেদন করব।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর