ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

কবিতা - কেউ কারো নই

কবি - তুহীন বিশ্বাস

প্রকাশিত: ১০ মে ২০২৪ ২০ ০৮ ১২  

কেউ কারো নই
তুহীন বিশ্বাস

পরিচর্যাহীন গাছ ঝিমুচ্ছে-
পশু খাবলে খাচ্ছে ছাল-বাকল,
মালী ও পাহারাদার অনুপস্থিত,
মালিক কিনে খায় লেমন জুস।

স্কুলের টিফিনের টাকায়-
মায়ের শাড়ি কেনা ছেলেটা নিশ্চুপ,
সেবা'র জন্য সময়ের বড্ড অভাব,
সুযোগে তীর মারে প্রতিবেশী ঝি।

অসহায়ত্বে বিবেক কোমায়-
পরিবর্তিত দায়িত্ব - কর্তব্য আধুনিক!
মস্তিষ্ক বিভ্রাট! নাকি মানবিকতার অভাব?
আসলে কেউ কারো নই, সভ্যতার স্বভাব।


পরিচিতিঃ
তুহীন বিশ্বাস বাংলাদেশের একজন কবি ও কথাসাহিত্যিক। ১৯৭৪ সালে ১০ ডিসেম্বর বাংলাদেশের বরগুনা জেলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। পিতা মু, আঃ সোবহান বিশ্বাস ছিলেন হাইস্কুল প্রধান শিক্ষক। মাতা মনোয়ারা বেগম ছিলেন গৃহিণী।
ছাত্রাবস্থায় সাহিত্যে বেশ আগ্রহ ছিল। দেশ বিদেশের  প্রখ্যাত লেখকদের বই পড়া ছিল তার নেশা। তারই ধারাবাহিকতায় তিনি ২০১০ সালে সাহিত্যে সরাসরি প্রবেশ করেন। বাংলাদেশ, ভারত সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে বাংলা ভাষায় প্রকাশিত দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক পত্রিকায় নিয়মিত লিখছেন।
শিক্ষাগত যোগ্যতাঃ ১৯৮৯ সালে এস এস সি, ১৯৯১ সালে এইচ এস সি, ১৯৯৪ সালে বি কম অনার্স ( হিসাব বিজ্ঞান ), ১৯৯৫ সালে মাস্টার্স ( হিসাব বিজ্ঞান ) সমাপ্ত করেন।
পেশাঃ বহু বছর তিনি কর্পোরেট কোম্পানিতে উচ্চপদস্থ কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। স্বেচ্ছায় অবসর নিয়ে তিনি বর্তমানে নিজ ব্যবসা পরিচালনা করছেন।
প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যাঃ ১ টি কাব্যগ্রন্থ ' বিমর্ষ বালার্ক ' ( অমর একুশে গ্রন্থমেলা ২০২১ - বাংলাদেশ ) 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর