ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

অসমের কাগজকল বাঁচাও’ আন্দোলনে উত্তাল পাঁচগ্রাম

রাহাতুল আক্তার বড়ভূইয়া

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২০ ২১ ০৯ ৩০  

অসমের কাগজকল বাঁচাও’ আন্দোলনে উত্তাল পাঁচগ্রাম -বিধায়ক নিজাম উদ্দিনের বাসভবন ঘেরাও প্রতিবাদকারীদের বাঁধা পুলিশের। 

 

 

অসমের বিখ্যাত দুই কাগজকল জাগিরোড কাগজকল ও কাছাড় কাগজকল পুনরুজ্জীবিত করার দাবিতে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির আহ্বানে ‘কাগজকল বাঁচাও’ আন্দোলনে উত্তাল হল পাঁচগ্রাম। সোমবার সকাল ১১টায় এজেওয়াইসিপি, এসএফআই, ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি সংগঠনের সহযোগিতায় ‘কাগজকল বাঁচাও’ আন্দোলনে নামে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। কৃষক মুক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন লস্কর, ছাত্র মুক্তির জেলা সভাপতি জহিরুল ইসলাম মজুমদার প্রমূখের নেতৃত্বে বিভিন্ন দল-সংগঠনের শতাধিক কর্মী-সমর্থক বিভিন্ন স্লোগান পাঁচগ্রামের আকাশ বাতাস উত্তাল করে তোলেন। তারা বিজেপি সরকারকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। কৃষক মুক্তির নেতা জহির উদ্দিন লস্কর, অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের সাধারণ  সম্পাদক কবির উদ্দিন লস্কর ও এসএফআইর হাইলাকান্দি সাধারণ সম্পাদক জাহির আহমেদ বড়ভূইয়া সহ অন্যরা অভিযোগ করে বলেন, কেন্দ্র সরকার কাছাড় কাগজকল ও জাগিরোড কাগজকল নিলামে বিক্রি করার ষড়যন্ত্র করছে। এমন সিদ্ধান্ত নিলে তাদের আন্দোলন ভয়াবহ রূপ ধারণ করবে বলে হুশিয়ারী দেন প্রতিবাদকারীরা। কৃষক মুক্তির নেতা জহির উদ্দিন লস্কর,সহ অন্যরা বরাক উপত্যকা দুই সাংসদ সহ মন্ত্রী-বিধায়কদের শেষবারের মতো হুশিয়ারী দিয়ে বলেন, উপত্যকাবাসীর বৃহত্তর স্বার্থে কাছাড় কাগজকল পুনরুজ্জীবিত করার আন্দোলনে তাঁরা ঝাপিয়ে না পড়লে তাদের বিরোদ্ধেও আন্দোলনে নামবেন তারা। এদিন, পাঁচগ্রামের কাছাড় কাগজকলের মূল প্রবেশপথ থেকে মিছিল আন্দোলনকারীরা বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীর বাড়ি ঘেরাও করার উদ্দেশ্যে রওয়ানা দিলেও, পাঁচগ্রাম থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ-সিআরপিএফ বাহিনী ব্যারিকেড দিয়ে তাদের আটকায়। যদিও আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছেন, কাগজকল নিয়ে সরকারের কোনো হঠকারী সিদ্ধান্ত তারা কোনো অবস্থায় মেনে নেবেন না। তাছাড়া কাগজকলের শ্রমিকদের ৪৫ মাসের বকেয়া বেতন অতিসত্তর প্রদান করাও দাবি তোলেন কৃষক মুক্তি সহ অন্যান্য সংগঠনের কর্মীরা। এই দিনের আন্দোলনে উপস্থিত ছিলেন কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতির জেলা যুগ্ম সম্পাদক কাইয়ুম উদ্দিন লস্কর ,সাদ আহমেদ বড়ভূইয়া, সাবুল হুসেন ,সাহাদুল্লা আহমেদ  লস্কর, মুক্তাদির আহমেদ, ডালিম উদ্দিন,মহুয়ার হুসেন ছাত্র মুক্তি সংগ্ৰাম সমিতির মুক্তাজুর রহমান , আমিনুল হক,এসএফআই পক্ষ থেকে উপস্থিত ইসলামুল হাসান লস্কর , মুনিম আহমেদ চৌধুরী, সাহিদ আহমেদ চৌধুরী , ফুজাইল আহমেদ , ইমরান হুসেন। 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর