ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ১৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৩ ১৪৩১   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

হেলিকপ্টার এর হাওয়ায় সব জমির ফসল ক্ষতি হল কৃষকদের

সংবাদদাতা মালবাজার

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯ ১৯ ০৭ ৫৩  

হেলিকপ্টার এর হাওয়ায় সব জমির ফসল ক্ষতি হল কৃষকদের। 
সংবাদদাতা, মালবাজার, ১৪ নভেম্বর। আকাশ থেকে অনেক নিচে নেমে আসা হেলিকপ্টারের হাওয়ায় ঝরে পড়ল মাঠের পাকা ধান। ক্ষতির মুখে কৃষরা । মাল ব্লকের  দক্ষিন ওদলাবাড়ি এলাকার ঘটনা।  
বৃহস্পতিবার সকালে   জমিতে ধান কাটছিল বহু কৃষক। সকল কৃষকই ধান কেটে জমির মধ্যে গুছিয়ে রাখছিল। হঠাৎ ধান খেতের মাথার উপর  চলে আসে বিরাট দুটি হেলিকপ্টার।  আতঙ্কে জমি থেকে পালাতে থাকে কৃষকেরা। হেলিকপ্টারের পাকার হাওয়াতে ধন চার দিকে ছরিয়ে ছিটিয়ে পরে। এই সময় হেলিকপ্টার এর বিকট শব্দ এবং পাখার হাওয়াতে এক মহিলা অজ্ঞান হয়ে যায় মাঠের মধ্যে। অন্য কৃষকেরা ওই মহিলাকে চোখে মুখে জল দিয়ে ঞ্জ্যান ফেরান। 
এলাকার কৃষক শান্তি সরকার, বিরেন রায় বলেন আমরা এই সময় জমির পাকা ধান কাটছিলাম। হঠাৎ দেখি দুটি দানোবের মত হেলিকপ্টার ধান খেতের অনেক নিচে শুন্যে দারিয়ে পরে। আর হেলিকপ্টার এর পাখার হাওয়াতে সমস্ত জমির ধান উড়ে যায়। জমি থেকে মাত্র ১০-১২ ফিট ওপরে বেশ কিছুক্ষন দারিয়ে ছিলো। বার বার আমরা ইসারা করে হেলিকপ্টার গুলো কে অনত্র সরে যেতে বললেও,  পাইলট এবং হেলিকপ্টার এর মধ্যে থাকা অন্য কয়েকজন হাসতে থাকে। আমাদের কোন কথাই তারা শোনে নি। প্রায় বেশ কিছুক্ষন এই ভাবে ধান খেতের ওপরে দারিয়ে থাকার ফলে প্রায় ৪-৫ বিঘা জমির ধান নষ্ট হয়েছে। পাশাপাশি এলাকার অন্য কৃষকেরা ভয়ে জমি থেকে পালিয়ে যায়। ছোটাছুটি শুরে করে মাঠে থাকা গরুর দলও। 
এলাকার মহিলা কৃষক যশোবালা রায় বলেন, বহু ফাকা জমি ছিলো, অথচ সেই জায়গায় না দারিয়ে ধান লাগোনো জমির কাছে দারিয়ে ছিলো হেলিকপ্টার দুটো। আর এতেই জমির কাট ধান অনত্র উড়ে চলে যায়। বিরাট ক্ষতি হয়ে গেছে আমাদের। তবে কি কারনে হেলিকপ্টার দুটো এই এলাকায় এসেছিলো যানা যায় নি। তবে দুটো হেলিকপ্টারই সেনাবাহিনীর ছিলো বলে জানা গেছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর