ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

হাতির তান্ডবে নতুন ঘর পেয়েও বেশিদিন থাকতে পারলো না এক পরি

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২০ ২২ ১০ ৫৮  

হাতির তান্ডবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েও থাকতে পারলো না এক পরিবার। বাড়ী ঘর ছিল না সোমবাড়ী মুন্ডার।বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের অধীন সুন্দরী বস্তিতে থাকার জন্য ছিল চাটাই দেওয়া ঘর।কয়েকমাস আগে প্রধান মন্ত্রী আবাস যোজনায় তৈরী হয়েছিল পাকা বাড়ী।সুখে থাকা হল না সোমবারীমুন্ডার।শনিবার রাতে ১১ টা নাগাদ এক জঙলী হাতি সুন্দরী বস্তীতে ঢূকে ভেঙে দেয় নতুন তৈরী ঘর।শুধু ঘর ভাঙা নয়, কৃষিকাজে উৎপন্ন ফসল ও আনাজ চলে যায় হাতির পেটে।প্রতিবেশী মিলন রাই জানান  আবার দুরাবস্থার মধ্যে পড়ল।সোমবাড়ী মুন্ডা।প্রশাসন সাহায্য না করলে অসহায় হয়ে পড়বে  সোমবাড়ী মুন্ডা ও তার পরিবার ।প্রসংগত উল্লেখ্য, বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের সুন্দরী বস্তি হাতির কোরিডোরে অবস্থিত। প্রায় প্রতিদিন হাতির তান্ডব চলে। ফসল, আনাজপাতি চলে যায় হাতির পেটে।                

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর