হাতির তান্ডবে নতুন ঘর পেয়েও বেশিদিন থাকতে পারলো না এক পরি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:১৮ পিএম, ২৩ আগস্ট ২০২০ রোববার
হাতির তান্ডবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েও থাকতে পারলো না এক পরিবার। বাড়ী ঘর ছিল না সোমবাড়ী মুন্ডার।বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের অধীন সুন্দরী বস্তিতে থাকার জন্য ছিল চাটাই দেওয়া ঘর।কয়েকমাস আগে প্রধান মন্ত্রী আবাস যোজনায় তৈরী হয়েছিল পাকা বাড়ী।সুখে থাকা হল না সোমবারীমুন্ডার।শনিবার রাতে ১১ টা নাগাদ এক জঙলী হাতি সুন্দরী বস্তীতে ঢূকে ভেঙে দেয় নতুন তৈরী ঘর।শুধু ঘর ভাঙা নয়, কৃষিকাজে উৎপন্ন ফসল ও আনাজ চলে যায় হাতির পেটে।প্রতিবেশী মিলন রাই জানান আবার দুরাবস্থার মধ্যে পড়ল।সোমবাড়ী মুন্ডা।প্রশাসন সাহায্য না করলে অসহায় হয়ে পড়বে সোমবাড়ী মুন্ডা ও তার পরিবার ।প্রসংগত উল্লেখ্য, বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের সুন্দরী বস্তি হাতির কোরিডোরে অবস্থিত। প্রায় প্রতিদিন হাতির তান্ডব চলে। ফসল, আনাজপাতি চলে যায় হাতির পেটে।