শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবার ঢাকা লিট ফেস্টের চমক
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ৫ নভেম্বর ২০১৮ ২০ ০৮ ৪১
আগামী ৮ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ঢাকা আন্তর্জাতিক লিট ফেস্ট ২০১৮’। ওইদিন সকাল ১০টায় বাংলা একাডেমি চত্বরে উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশ্বের ২৫টি দেশের প্রায় দুই শতাধিক শিল্পী, সাহিত্যিক, বক্তা এবং চিন্তাবিদ অংশগ্রহণ করবেন এই উৎসবে।
আজ সোমবার সকালে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান উৎসবের আয়োজকরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা লিট ফেস্টের তিন পরিচালকÑ কথাসাহিত্যিক এবং বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ, কবি সাদাফ সায্ সিদ্দিকী, কবি আহসান আকবর, বাংলা একাডেমির প্রশাসনিক পরিচালক ডা. মুজাহিদ, টাইটেল স্পন্সর বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল ও ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, ব্র্যাক ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জারা মাহবুব খান।
আয়োজকরা আরো জানান, আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনী ও আনপ্লাগড মিউজিক কনসার্টসহ নানা আয়োজনে শতাধিক সেশন থাকছে এবারের উৎসবে। সাহিত্যের আন্তর্জাতিক এই উৎসবে বিশ্বের সাথে বাংলা সাহিত্যের মেলবন্ধনে একই মঞ্চে নিজেদের অভিজ্ঞতার গল্প শোনাবেন বিশ^ সাহিত্যাঙ্গনের গুণীরা। শিল্প-সাহিত্য ও সংস্কৃতির অভিজ্ঞতার আলোচনা জমে উঠবে আড্ডা আর সেশনে। বিশ্বসাহিত্যের সেই রস আস্বাদনে সমৃদ্ধ হবেন দেশের সাহিত্যিনুরাগীরাও। উৎসবের এবারের আসরে বাংলাদেশে আসছেন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক মোহাম্মদ হানিফ, পুলিৎজার, অন্দাজ্জে ও বুকারের মতো সাহিত্য পুরস্কার বিজয়ী লেখকরা। পাকিস্তানি লেখক সাদাত মান্টোকে নিয়ে ভারতে নির্মিত চলচ্চিত্র ‘মান্টো’র প্রথম প্রিমিয়ার হবে বাংলাদেশে। শুধু প্রিমিয়ার নয়, নন্দিতা দাশ তার অভিজ্ঞতা তুলে ধরবেন উৎসবে। উৎসবের দ্বিতীয় দিনে ঘোষণা করা হবে ‘জেমকন সাহিত্য পুরস্কার’ এবং লঞ্চ করা হবে ক্যাম্ব্রিজ সর্ট স্টোরি প্রাইজ। ১০ নভেম্বর শেষ হবে তিনদিনের এই উৎসব।
ড. কাজী আনিস আহমেদ দৈনিক জাগরণকে বলেন, ‘২০১১ সালে হে ফেস্টিভ্যাল নাম দিয়ে এই আয়োজনের শুরু করি। ২০১৫ সালে এটি ঢাকা লিট ফেস্ট নামে যাত্রা শুরু করে। গত ৮ বছরে আমরা চেষ্টা করেছি এগিয়ে যাওয়ার। আমরা বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে পেরেছি বলেই আমার বিশ্বাস।’ তিনি বলেন, ‘আন্তর্জাতিক সাহিত্য পত্রিকা গ্রান্টা ম্যাগাজিন একমাত্র বাংলাদেশের এই আয়োজনেই পার্টনার হিসেবে যুক্ত থাকছে দ্বিতীয়বারের মতো। তাদের চারজন প্রতিনিধি আসছেন বিশ্ব সাহিত্য নিয়ে আলোচনা করার জন্য।’ কাজী আনিস আহমেদ বলেন, ‘নানা পরিসরে নানা ধরনের অনুবাদের কাজ চলছে। বাংলাদেশের সাহিত্যকে বিশ্বের কাছে তুলে ধরার যে প্রয়াস আমরা নিয়েছি সেটির ধারাবাহিকতা অব্যাহত রাখতেই সারা বছর ধরে কাজ চালিয়ে যাচ্ছি আমরা। এক কথায় ঢাকা লিট ফেস্ট বাংলা ঐতিহ্য ও বিশ্ব সংস্কৃতির সম্ভারের অনন্য মিলনমেলা।’
সাদাফ সায্ সিদ্দিকী বলেন, গত ৮ বছরে ৫০টি দেশের ৩৩০ জন অতিথি এসেছেন ঢাকা লিট ফেস্টে। এবার আমরা নারীকে তুলে ধরার পরিকল্পনা করছি। নন্দিতা দাশের ছবি, ছয় নারী কবি, রোহিঙ্গা নারীদের কথা, নারী বাউল শিল্পীসহ নারীদের সরব উপস্থিতি থাকবে এবারের উৎসবে। আমাদের ঐতিহ্য গল্প বলা, সেই ঐতিহ্যকে সামনে রেখে শিশুদের জন্য নানা আয়োজন করা হয়েছে- এর মধ্যে মিতালি পারকিন্সের রিকশা গার্ল অন্যতম। রবীন্দ্রনাথের জুতা আবিষ্কার নিয়ে আছে গল্প বলা। কবি কামাল চৌধুরী একটি ভাষা নিয়ে ২০ ভলিউমের কাজ করছেন। সেটির একাংশ নিয়ে আলোচনা করবেন তিনি।’
বিদেশি অতিথিদের মধ্যে উৎসবে অংশ নেবেন পুলিৎজার বিজয়ী মার্কিন সাহিত্যিক ও শিক্ষাবিদ অ্যাডাম জনসন, পাকিস্তানী বংশোদ্ভূত ব্রিটিশ লেখক ও কলামিস্ট মোহাম্মদ হানিফ, ব্রিটিশ উপন্যাসিক ফিলিপ হেনশের, বুকার বিজয়ী ব্রিটিশ উপন্যাসিক জেমস মিক, ভারতীয় লেখিকা জয়শ্রী মিশরা, লন্ডন ন্যাশনাল অ্যাকাডেমি অব রাইটিংয়ের পরিচালক ও সাহিত্যিক রিচার্ড বিয়ার্ড, ভারতীয় লেখিকা হিমাঞ্জলি শংকর, শিশুতোষ লেখিকা মিতালি বোস পারকিন্স, ওয়াল স্ট্রিট জার্নাল এশিয়ার প্রধান হুগো রেস্টল, মার্কিন সাংবাদিক প্যাট্রিক উইন, লেখক ও সাংবাদিক নিশিদ হাজারি।
বাংলাদেশের সাহিত্যপ্রেমীদের জন্য সবচেয়ে বড় চমক হিসেবে থাকছেন ভারতীয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ফেস্টের শেষ দিনে যোগ দেবেন এই আয়োজনে। দ্বিতীয়বারের মতো ঢাকা লিট ফেস্টে আসছেন অস্কার বিজয়ী অভিনেত্রী টিলডা সুইন্টন। তারকাদের তালিকায় এবার যুক্ত হচ্ছেন বলিউড কাঁপানো অভিনেত্রী মনীষা কৈরালা। নারী অধিকার, অভিনয় জীবন ও বহুল আলোচিত হ্যাশট্যাগ মি টু আন্দোলন নিয়ে উৎসবের এবারের আসরে কথা বলবেন অ্যাক্টিভিস্ট ও অভিনেত্রী নন্দিতা দাস। দেশের প্রায় দেড়’শ’ লেখক, অনুবাদক, সাহিত্যিক ও শিক্ষাবিদ অংশ নিচ্ছেন এবারের আয়োজনে। এর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন আফসান চৌধুরী, আসাদুজ্জামান নূর, সৈয়দ মনজুরুল ইসলাম, কামাল চৌধুরী, আসাদ চৌধুরী, ফকরুল আলম, ইমদাদুল হক মিলন, মঈনুল আহসান সাবের, আলী যাকের, সেলিনা হোসেন, শামসুজ্জামান খান, আনিসুল হক, কায়জার হক, খাদেমুল ইসলাম, অমিতাভ রেজা, মুন্নী সাহা, শাহনাজ মুন্নী, নবনীতা চৌধুরী প্রমুখ।
সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমির আয়োজনে এই উৎসব পরিচালনা করছেন কথাসাহিত্যিক এবং বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ, কবি সাদাফ সায্ সিদ্দিকী ও কবি আহসান আকবর। ঢাকা লিট ফেস্টের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন, কী-স্পন্সর হিসেবে থাকছে ব্র্যাক। গোল্ড স্পন্সর এনার্জিস, স্ট্রাটেজিক পার্টনার ব্রিটিশ কাউন্সিল এবং পুরো আয়োজনের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে যাত্রিক। ঢাকা লিট ফেস্টে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন চলছে এই ঠিকানায় https://www.dhakalitfest.com/register/উৎসবের শেষদিন পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন। সম্ভাব্য সেশনের আনুষ্ঠানিক তালিকা ইতিমধ্যেই লিট ফেস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
- Poem - Your Hazelnut Eyes!!!!
- Poem - Life Is Melody
- একগুচ্ছ কবিতা
- Poem - Twilight
- Poem - Love in the Autumn Leaves
- রাজনীতিতে অসতের প্রবেশ,প্রতিবাদী না হলে সমূহ বিপদ
- রাজনীতিতে অসতের প্রবেশ,প্রতিবাদী না হলে সমূহ বিপদ
- রাজনীতিতে অসতের প্রবেশ,প্রতিবাদী না হলে সমূহ বিপদ
- Poem - Missing the Sky
- Poem - Missing the Sky
- Poem - The Philosophy of the Eyes
- Poem - Silence
- Poem - When the Pen Abandons You
- POEM - LEAVE
- দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউসে ডোনাল্ড ট্র্যাম্প
দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউসে ডোনাল্ড ট্র্যাম্প - দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউসে ডোনাল্ড ট্র্যাম্প
দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউসে ডোনাল্ড ট্র্যাম্প - POEM - ARTIFICIAL INTELLIGENCE
- POEM - ARTIFICIAL INTELLIGENCE
- বিধায়ক ইমানী বিশ্বাসের আয়োজনে সপ্তাহব্যাপী নক আউট ফুটবল টুর্নামেন্ট ছাবঘাটি কে ডি বিদ্যালয় ময়দানে।
- POEM - WHY DO I DO ?
- Poem - Blood
- আগামী ৯- ই নভেম্বর জঙ্গিপুর সাংগঠনিক জেলার উদ্যোগে সম্প্রীতি সম্মিলনী সভাকে সামনে রেখে প্রস্তুতি সভা মুর্শিদাবাদের বহু চর্চিত নেতা বিপ্লবের
- আগামী ৯- ই নভেম্বর জঙ্গিপুর সাংগঠনিক জেলার উদ্যোগে বিজয়া সম্মিলনী ও সম্প্রীতি সভাকে সামনে রেখে প্রস্তুতি সভা ইমানি বিশ্বাসের
- সাগরদীঘিতে অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন এসোসিয়েশন এন্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে সংবর্ধনা সভায় বিধায়ক বাইরন বিশ্বাস।
- বিনামূল্যে চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করলো সামশেরগঞ্জের নতুন জীবন হাসপাতাল কর্তৃপক্ষ।
- Poem - I Flow Like A River
- POEM - FIREFLIES
- POEM - FIREFLIES
- POEM - BARBARIC MIRROR LIPS
- Poem - Bauhinia
- Poem - Silence
- POEM - LEAVE
- Poem - Missing the Sky
- Poem - Love in the Autumn Leaves
- Poem - When the Pen Abandons You
- Poem - Your Hazelnut Eyes!!!!
- Poem - Life Is Melody
- Poem - The Philosophy of the Eyes
- Poem - Twilight
- রাজনীতিতে অসতের প্রবেশ,প্রতিবাদী না হলে সমূহ বিপদ
- একগুচ্ছ কবিতা
- Poem - Missing the Sky
- রাজনীতিতে অসতের প্রবেশ,প্রতিবাদী না হলে সমূহ বিপদ
- রাজনীতিতে অসতের প্রবেশ,প্রতিবাদী না হলে সমূহ বিপদ
- বিজ্ঞাপনচিত্রে অপূর্ব-তানিয়া বৃষ্টি
- ঢাকা লিট ফেস্টে ‘মান্টো’
- ২৭টি আসন্ন বলিউড চলচ্চিত্র
- লিটল ম্যাগাজিন মেলায় কবিতা পাঠ কবি ফারুকের
- বইয়ের উপর ভিত্তি করে নির্মিত ১৫টি বলিউড সিনেমা
- উত্তরবঙ্গের সর্ববৃহৎ বাউল উৎসব ও সাধু মেলা
- দুস্থ অসহায় মানুষের পাশে অনাথ আশ্রম
- লোকসংস্কৃতি ও যাত্রা উৎসব
- ন্যায্য পারিশ্রমিকের দাবিতে কর্মবিরতি মালদা মেডিকেল কলেজে
- ইন্টারনেটের যুগে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার সিনেমা হল
- বহরমপুরে পণ্ডিত অরুণ ভাদুড়ীর স্মরণ সভা
- সিসিমপুরের নতুন সিজনে সোহা
- শীতের আমেজ গায়ে মেখে ঘরে ঘরে পিঠেপুলি, অনন্য মকর সংক্রান্তি
- মালদা কলেজের ছাত্রছাত্রীদের বসন্ত উৎসব, আবিরের নাচে-গানে মৌসুম
- নতুন গান নিয়ে আসছেন ফারিয়া