ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

নির্বাচনের পরে বিজেপি-তৃণমূল সংঘর্ষে তীব্র নিন্দা কংগ্রেসের

হক নাসরিন বানু

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯ ১০ ১০ ১৭  

মালদা

নির্বাচনের পরে বিজেপি-তৃণমূল সংঘর্ষের পর দুই দলের নেতাদের মন্তব্যের তীব্র নিন্দা করলেন পুরাতন মালদার বিধায়ক অর্জুন হালদার৷ বৃহস্পতিবার তিনি বলেন, বিজেপি ও তৃণমূল নেতাদের মন্তব্যে এলাকার শান্তি বিঘ্নিত হবে বলে তিনি মনে করছেন৷ গত মঙ্গলবার ভোটের দিন রাতে পুরাতন মালদা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের হামলার ঘটনায় এই দিন এলাকার বিজেপি নেতা নিতাই মণ্ডল বলেন, আমরা আর হাতে চুড়ি পড়ে নেই৷ যে সমস্ত গুণ্ডাবাহিনী এই অত্যাচার করছে, তাদের ঘরে ঘরে ঢুকে আমরা শিক্ষা দেব৷ আমরাও পালটা হামলা চালাব৷

নিতাইবাবুর এই মন্তব্যের প্রেক্ষিতে পুরাতন মালদা শহর তৃণমূল সভাপতি নবরঞ্জন সিংহ বলেন, যে বা যারা এসব কথা বলছে, তাদের একটা কথা বলে দিচ্ছি, আগুন নিয়ে খেলা করবেন না৷ এখানে এসে দাদাগিরি করবেন না৷ এর জবাব দেওয়ার ক্ষমতা আমরা রাখি৷ প্রশাসন কী করবে জানি না৷ আমরা এখানে দীর্ঘদিন রাজনীতি করি৷ যাঁরা এখন বিজেপির ঝাণ্ডা ধরে আমাদের কাউন্সিলর ও চেয়ারম্যানকে হুমকি দেওয়ার চেষ্টা করছেন, তাঁদের বলে দিচ্ছি, আমরা রাস্তায় নেমে গেলে আপনারা কিন্তু ঘরে ঢুকে যাবেন৷ নিজেরাই ঘরে ঢুকে যাবেন৷ এতদিন চুপচাপ ছিলাম৷ এবার কিন্তু আর চুপচাপ থাকব না৷বিজেপি ও তৃণমূল নেতাদের মন্তব্য প্রসঙ্গে এই দিন পুরাতন মালদার বিধায়ক অর্জুন হালদার বলেন, গতকাল রাতে যা ঘটেছে তা অন্যায়৷ কিন্তু সেই অন্যায়ের প্রেক্ষিতে বিজেপি ও তৃণমূল নেতৃত্ব একে অন্যের বিরুদ্ধে যে মন্তব্য করেছেন তাতে এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হবে বলে আমি মনে করি৷ অন্যায়ের বিচার করার জন্য প্রশাসনকে রয়েছে৷ অন্যায়ের বিরুদ্ধে তো গণতান্ত্রিক পদ্ধতিতেও আন্দোলন করা যায়! কিন্তু দেখে নেব বলার এই প্রতিযোগিতা ঠিক নয়৷

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর