ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ১৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৩ ১৪৩১   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

দূর্গাপূজোর স্পেশাল ডিশের অফার প্রতারণা করিমগঞ্জের ‘ চন্দন হোটেল’

দিদারুল ইসলাম

প্রকাশিত: ৯ অক্টোবর ২০১৯ ২১ ০৯ ৪৬  

দূর্গাপূজোর স্পেশাল ডিশের অফার প্রতারণা করিমগঞ্জের ‘ চন্দন হোটেল’ 

শারদীয় দুর্গোৎসবের মরশুমে করিমগঞ্জের একাংশ তথাকথিত অভিজাত হোটেলগুলো মানুষকে রকমারি খাবারের লোভ দেখিয়ে পরোক্ষভাবে লুণ্ঠন করেছে। একাধিক আইটামের দামী দামী খাবারের মেনু দেখিয়ে মাত্রাতিরিক্ত টাকা আদায় করে খুব চতুরতার সাথে সাধারণ খাবার পরিবেশন করল একাংশ হোটেল কর্তৃপক্ষ৷ এমনটাই অভিযোগ স্থানীয় সহ করিমগঞ্জ শহরে পুজো দেখতে আসা একাংশ লোকের।
বিশেষ করে করিমগঞ্জ শহরে নতুনভাবে গড়ে উঠা চন্দন হোটেল নামের অভিজাত হোটেলটিতে নিয়মের চেয়েও বেশি টাকার বিনিময়ে মনগড়া খাদ্য পরিবেশন করার অভিযোগ উঠেছে৷ মেনুর সাথে খাবারের ডিশের কোনো সম্পর্কই নেই, অথচ দাম গগণচুম্বী! হোটের কর্তৃপক্ষের এই কাণ্ড নিয়ে ক্ষুব্দ হয়ে পড়ে শহরে পুজো দেখতে আসা লোক সহ স্থানীয় একাংশরা।
অভিযোগ মতে, হোটেলটিতে পূজার বিশেষ আহারের নামে ৩৩০ টাকা থেকে শুরু করে ৪৯০ টাকার সর্বোচ্চ প্যাকেজ প্রস্তুত করেছিল৷ এতে সাধারণত কাস্টমারদের ভীড় বাড়লে সবাইকে সঙ্কুলান দিতে গিয়ে এক সময় মাত্র দুই তিনটা আইটাম দিয়েই প্যাকেজ সাজিয়ে কাস্টমারদের সাথে প্রতারণা করেছে কর্তৃপক্ষ।
ফলে একই রেটে ভিন্ন প্লেটে ভিন্ন মাত্রার খাবার পরিলক্ষিত হওয়ায় লোক হোটেল মালিকের কাছে কৈফিয়ত চাইলে তিনি এই বিসঙ্গতিকে স্বীকার করে নেন৷ হোটেল মালিকের সাফাই, দোকানটি নতুন হওয়ার ফলেই এমন বিসঙ্গতি।
এদিকে অর্ডার দেওয়ার প্রায় ঘন্টাখানেক হয়ে গেলেও কেউ খাবার নিয়ে আসেনি। ফলে এদিন থেকে মানুষের ক্ষোভ বাড়তে থাকে। অবশ্য হোটেল মালিকের দাবি, এরকম বিসঙ্গতি হওয়াটাই স্বাভাবিক। কারণ তিনি নতুন হোটেল খুলেছেন৷

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর