ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

কাঠালতলী আঞ্চলিক আমছুর বিভিন্ন কার্যসূচির সিদ্ধান্ত গ্রহণ

দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২০ ২৩ ১১ ২১  

সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা (আমছু)-র কাঠালতলী আঞ্চলিক কমিটির উদ্যোগে কাঠালতলী আঞ্চলিক আমসু-র সভাপতি হাফিজ হুছাইন আহমেদ এর সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় দীর্ঘ সময় আলোচনার পর সিদ্ধান্ত হয়, কাঁঠালতলীতে আসাম ত্রিপুরা বর্ডার কোভিড১৯ থাকায় সিল্ করা হয়েছিল,কোভিড১৯ বর্তমানে স্বাভাবিক পরিস্থিতি হওয়া সত্ত্বেও এখনো খোলা হয়নি, যার কারনে হাজার হাজার মানুষ বিপন্ন। বর্ডার খোলার জন্য শিঘ্রই আমছু করিমগঞ্জ ডি সি মহোদয়ের নিকট ও ত্রিপুরা ধর্মনিরপেক্ষ এস পি ও ডি এম এর নিকট আলোচনা করে স্বারক পত্র প্রদান করা হবে।

আগামী ২ অক্টোবর পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী কাঠালতলী বাজারে স্থায়ী ডাস্টবিন বসানো হবে।

অবৈধ মদ গাঁজা ও ড্রাগ্স ইত্যাদি নির্মূল করার লক্ষ্যে আগামী ২ অক্টোবর আমছুর পক্ষ থেকে বিশাল বাইক রেলির মাধ্যমে গোটা এলাকায় মানুষদের কে সচেতন করা হবে।

সভায় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আমছু-র সাধারণ সম্পাদক মাননীয় কাজী ছাদিক আখতার , করিমগঞ্জ জেলা আমছু-র সভাপতি মাওলানা বাহারুল ইসলাম, 

তৎসঙ্গে উপস্থিত ছিলেন, কাঠালতলী আঞ্চলিক আমছু-র সভাপতি হাফিজ হোসাইন আহমদ ,সাধারণ সম্পাদক হাফিজ আবু তাহের মোহাম্মদ বদরুজ্জামান, সহ আরিফ উদ্দিন, জবরুল হক, রফিকুর রহমান এবং এলাকার বিশিষ্ট লোক জন তাছাড়া আঞ্চলিক কমিটির বিভাগীয় কর্মকর্তাবৃন্দ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর