ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

কলকাতায় স্বাস্থ্যকর্মীদের হেনস্থার ও গ্রেফতারের প্রতিবাদ

প্রকাশিত: ১১ আগস্ট ২০১৯ ১৯ ০৭ ৫৩  

রাজ্যের রাজধানী কলকাতার রানী রাসমণি রোডে বহু মুখী মহিলা  স্বাস্থ্যকর্মীদের অবস্থান-বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে স্বাস্থ্যকর্মীরা হেনস্থার স্বীকার  হয়েছেন ও গ্রেফতার  হয়েছেন । ঘটনায় তুমুল সমালোচনায় সরব হয়েছেন একাংশ স্বাস্থ্যকর্মীরা। যদিও   প্রাথমিকভাবে জানা  গেছে এই  কর্মসূচির আগাম  কোন অনুমতি ছিলনা। স্বাস্থ্যকর্মীদের দীর্ঘদিনের দাবি প্রমোশন, গ্রেডেশন ও পে স্কেল প্রদান সহ একাধিক দাবিতে রাজ্যের কয়েক হাজার কর্মী দাবি জানিয়ে আসছেন । বৃহস্পতিবার কোলকাতায়  নির্ধারিত কর্মসূচি   অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন  করেন  সেখানে তারা নাকি  পুলিশী হেনস্থার মুখে  পড়েন ও  বহু স্বাস্থ্যকর্মীকে    গ্রেফতার করে পুলিশ । ঘটনার জেরে  শুক্রবার  মালদা জেলায়  বিভিন্ন ব্লক স্বাস্থ্য কেন্দ্রে  প্রতিবাদ ও  অবস্থান  বিক্ষোভে ফেটে পড়েন  স্বাস্থ্যকর্মীরা।  অবস্থান-বিক্ষোভে  অবিলম্বে স্বাস্থ্যকর্মীদের মুক্তি ও হেনস্তার প্রতিবাদ জানানো হয় । যদিও গ্রেফতার হওয়া স্বাস্থ্য কর্মীদের  শুক্রবার বিকেল হতেই   ছেড়ে দেওয়ার কথা  প্রশাসন সূত্রে এখবর  জেনেছেন  স্বাস্থ্যকর্মীরা ।     শুক্রবার  প্রতিবাদে  কর্মসূচি পালিত হয় কালিয়াচকের সিলামপুর গ্রামীণ হাসপাতাল বাঙ্গিটোলা হাসপাতাল প্রভৃতি হাসপাতালে    স্বাস্থ্যকর্মীরা  উপস্থিত হন ও অবস্থান বিক্ষোভ করেন । বি এম ওএইচ  কে তাদের দাবির কথা তুলে ধরেন   বাঙ্গিটোলা হাসপাতালের  বিএমওএইচ কৌশিক মিস্ত্রি বলেনস্বাস্থ্য কর্মীরা এসে কিছু  সমস্যার কথা বলেন । কর্মবিরতির কথা ও বলেন     নিঃস্বার্থ ভাবে যদি মুক্তি না দেওয়া হয় তবে আগামীকাল থেকে তারা পেনড্রাইভ কর্মসূচি পালিত করবেন বলে হুমকি দেন  স্বাস্থ্যকর্মীরা এই কথা  বলে  চলে যান।কর্মবিরতি না করে   আমার পক্ষে যা করনীয় সম্ভব  সেটা করতে  সচেষ্ট হবো বলে আশ্বাস দেন তাদের । যদিও  গ্রেফতার   আন্দোলনকারী  স্বাস্থ্য কর্মীদের ছেড়ে দেওয়া হয়েছে  বলে জানা গেছে ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর