ব্রেকিং:
জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ জুলাই ২০২৫   আষাঢ় ২৩ ১৪৩২   ১১ মুহররম ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

কবিতা - নদী ভাঙন

মোঃ ইজাজ আহামেদ (Md Ejaj Ahamed)

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৪ ২০ ০৮ ৩৫   আপডেট: ১১ আগস্ট ২০২৪ ২০ ০৮ ৩৫

নদী ভাঙন
মোঃ ইজাজ আহামেদ

নদী ভাঙনের করাল গ্রাসে অনেকে হারাল ভিটেমাটি,
নদী কেড়ে নিলো অনেকের জন্মভূমির স্মৃতি;
সে চলেছে নিজ ইচ্ছায় আঁকাবাঁকা পথে,
পাড় গিলে  চলেছে রাক্ষুসে দানব হয়ে;
কত বাগান, কত বাড়ি,
কত প্রাণ, কত কৃষি জমি
চলে গেছে তার পেটের কৃষ্ণ গহ্বরে
ইতিহাসের পথ ধরে;
নিঃস্ব হয়ে যাওয়া মানুষগুলো স্মৃতির ক্যানভাসে
দুঃখের তুলি কলমে ছবি আঁকে,
ছবি আঁকে সোনালী দিনগুলোর,
স্বপ্ন মাখা দিনগুলোর;
বুক ভরা বিষাদ নিয়ে তারা একটু আশ্রয় খোঁজে,
সব হারিয়ে বেঁচে থাকার একটু রসদ অন্বেষণ করে;
আজ পূর্ণিমা চাঁদ তাদের পাশে বসে হাসে না,
সূর্য আজ তাদের বাড়ির চিলেকোঠায় উঁকি মারে না,
বাতাস তাদের শরীর জুড়িয়ে দিতে হাওয়া করে না,
নদী আর গান শোনায় না,
শুধু সিংহের গর্জন আর হুঙ্কার তার গলাতে;
মেঘ দুপরের প্রখর রোদে ছায়া দিত তাদেরকে
আর তাদের সবুজ চিঠি  নিয়ে যেত বয়ে দিক- দিগন্তে;
আজ সেই মেঘ ধূসর ও কালো তাদের কাছে;
স্রোতস্বিনীর আরশিতে  তারা গোলাপি হৃদয় পেত দেখতে;
আজ শুধু দেখতে পায় নীলাভ হৃদয়;
তার পানি ছিল মিষ্টি
কিন্তু তাদের চোখের বৃষ্টি ধারায় নোনা হয়েছে তার বারি;
আজ তারা ভাসিয়ে দিল
তাদের হিয়ার নীল খামের চিঠিতে ভরা নৌক
যার বারতা আকাশে বাতাসে অনুরণিত হবে
ক্ষণে ক্ষণে;
তাদের হলুদ মনের থাকবে  সাক্ষী
আকাশ, বাতাস, মাটি।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর