ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

কবিতা - তুমি আমার হবে

মোঃ ইজাজ আহামেদ (Md Ejaj Ahamed)

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৪ ১৮ ০৬ ৩১  

তুমি আমার হবে
মোঃ ইজাজ আহামেদ

তুমি আমার মহাকাশ হবে?
যে মহাকাশে আমি ছায়াপথ হয়ে ঘুরে বেড়াবো।
তুমি আমার ছায়াপথ হবে?
যে ছায়াপথে আমি কোন তারা হয়ে ঘুরে বেড়াবো
তুমি আমার আকাশ গঙ্গা হবে?
যেখানে আমি কোন নক্ষত্র হয়ে ঘুরে বেড়াবো।
তুমি আমার সৌর জগৎ হবে?
যেখানে তুমি হবে সূর্য
আর আমি হবো গ্রহ,
আর আমি তোমার চারিদিকে ঘুরে বেড়াবো;
আমি আর তুমি পরস্পরের আকর্ষণে থাকবো।
তুমি আমার পৃথিবী হবে ?
আমি তোমার চাঁদ হয়ে থাকবো।
তুমি আমার আকাশ হবে?
আমি মেঘ হয়ে তোমার মাঝে ভেসে বেড়াবো;
আমি পাখি হয়ে তোমার মাঝে ডানা মেলে
আনন্দে উড়ে বেড়াবো;
তোমার মাঝে থেকে মেঘ থেকে
বৃষ্টি হয়ে মাটিকে সিক্ত করবো।
তুমি আমার ফুল হবে?
আমি প্রজাপতি হয়ে  তোমার কাছে উড়ে বেড়াবো।
তুমি ফুলের গাছ হবে?
আমি তোমার মালি হয়ে তোমার পরিচর্যা করবো।
তুমি আমার বসন্তের বাতাস হবে?
আমি ফুলের সুগন্ধ হয়ে তোমার সঙ্গে ভেসে বেড়াবো
আর সকলের মনকে জুড়িয়ে দেব এক অনাবিল আনন্দে।
তুমি আমার ফাগুনের পূর্ণিমা  রাত হবে?
আমি তোমার জোছনা হয়ে
চারিদিকে আলো ছড়াবো;
আর আমাদের দেখে
আমাদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে
কবিরা তাদের শব্দমাধুরী দিয়ে
সুন্দর সুন্দর কবিতা বুনবে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর