ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

কবিতা - ছলনা

মো: নূরুল আমীন (বাংলাদেশ)

প্রকাশিত: ৯ জুন ২০২৪ ১৫ ০৩ ৩৫  



ছলনা
মো: নূরুল আমীন

ছলছল দৃষ্টিতে লেপ্টে আছে
কিছু ন্যাওটা স্মৃতিকণা।
জীবনচক্র অভিধানের পাতা ওল্টালে
নান্দনিকতার মূহুর্তগুলো ভেসে ওঠে স্মৃতির আয়নায়।
সময়ের আবর্তে তুমি বদলে গেলে
আলো ঝলমলে প্রহরগুলোর কথা বেমালুম ভুলে গিয়ে।
আমার যাপিত দিনগুলো
চাওয়া পাওয়ার হিসেবে বড্ড গরমিল।
তোমার হাসি, মায়াবী চাহনি, গানের লিরিক্স
এখনো আমায় ভাবায় - ক্ষণেক্ষণে কাঁদায়।
সময়ের পরতে পরতে চাপা পড়ে যায় প্রতীক্ষার প্রহর।
দিন যায় রাত আসে - বাগানে কত ফুল ফুটে
আবার কত ফুল ঝরে যায় আমার আঙিনায়
ত্রিশ বছর কেটে গেলো - তবু তুমি এলে না।
ভাবতে ভীষণ ভীষণতর কষ্ট হয় -
কি দিয়ে রোধিবে আমার কান্না? কেনইবা করলে আমার সাথে ছলনা?
                  

কবি পরিচিতিঃ
কবি মো: নূরুল আমীন (০২ জুলাই, ১৯৭০) বাংলাদেশের উত্তর জনপদ লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলাধীন কাকিনার আলো বাতাসে বেড়ে উঠেছেন। পিতা - মো. একাব্বর আলী, মাতা- মোছা. রাহেলা বেগম। তিনি স্নাতকোত্তর পাশ করেছেন যথাক্রমে বাংলা আর গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে। তিনি অনলাইনে নিয়মিত লেখালেখি করেন। তার অসংখ্য যৌথ কাব্যগ্রন্থসহ একক কাব্যগ্রন্থ মঙ্গাবায় (২০০৯), কষ্টের লিরিক (২০২৩), গল্পগ্রন্থ অতঃপর দীর্ঘশ্বাস (২০২৩) প্রকাশিত হয়েছে। তিনি বর্তমানে 'উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজ' এ কর্মরত আছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর