ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

মালদায় আসছেন রাহুল গান্ধী, চাঁচল সামসিতে মাঠ পরিদর্শন

উজির আলি

প্রকাশিত: ৮ মার্চ ২০১৯ ০৭ ০৭ ৩৩  

 ১৫ ই মার্চ ঈসা খানের সমর্থনে ও যুব কংগ্রেসের ডাকে  মালদায় আসছেন রাহুল গান্ধী|  বৃহস্পতিবার অর্থাৎ এক সপ্তাহ আগেই সামসি ও চাঁচল কলম বাগান মাঠ পরিদর্শন করলেন চাঁচল ১ নং ও ২ নং ব্লক জাতীয় কংগ্রেস কমিটি|

 সূত্রের খবর, উত্তর ও দক্ষিণ মালদার ভাঙ্গন রুখতে লোকসভার আগে জনসভা করবেন রাহুল গান্ধী|

 সূত্রপাত,উত্তর মালদা সাংসদ মৌসম নূর তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর,জেলার প্রত্যেক ব্লকে অঞ্চলে ভাঙ্গন ধরেছে জাতীয় কংগ্রেসের| তারই পরিপ্রেক্ষিতে দল মজবুত করতে চাঁচল মহকুমার যেকোনো এক প্রাঙ্গনে জনসভা করবেন রাহুল |
 বৃহস্পতিবার আবু হাসেম খান সাহেব চাঁচল মাঠ পরিদর্শনে এসে বলেন, উত্তর ও দক্ষিণ মালদা থেকে ৫-৬ জনের নাম গেছে জাতীয় কংগ্রেসের প্রার্থীর জন্যে|
 কিন্তু এখনো কারো নাম প্রকাশ হয়নি|আমারও হয়নি, এমনকি রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর নামও প্রকাশ হয়নি|
তবে মালদা জেলায় ঈসা খানের সমর্থনেই সভা করবেন রাহুল গান্ধী |
ডালু বাবু আরো বলেন, এই জনসভায় এক থেকে দেড় লক্ষ মানুষের জমায়েত হবে আমরা নিশ্চিত| বিধায়ক আলবেরুনী সাহেব বলেন আজকে আমরা 

রাহুল জির জনসভার জন্যে মাঠ পরিদর্শনে এসেছি| সঙ্গে আছেন ডালু বাবু ও চাঁচোলের বহু জাতীয় কংগ্রেসের বর্ষীয়ান নেতা ও কর্মীগন|
এলাকাবাসী চান চাঁচলে যেন এই জনসভা হয়|
তাই আমরা মাঠ পরিদর্শনে এসেছি |

বিধায়ক সাহেব আরো বলেন,
 এই জনসভায় এক থেকে দেড় লক্ষ মানুষের জমায়েত হবে আমরা আশাবাদী| আরো বেশি মানুষ জমায়েত করার জন্যে  যথেষ্ট চেষ্টা করবে জাতীয় কংগ্রেস| তবে এই জনসভা কোথায় হবে এর সিদ্ধান্ত নিবে এ আই সি সি|

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর