ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৫ জানুয়ারি ২০২৬   পৌষ ২২ ১৪৩২   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

ওয়ার্ল্ড কাপ যোগায় শিলিগুড়ি–মালদার জয়জয়কার

পুষ্প প্রভাত ডেস্ক

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৪ ০২ ২০   আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৪ ০২ ২০

এখানে খবরটি ভাষা, ধারাবাহিকতা ও সাংবাদিকতা-মান বজায় রেখে পরিমার্জিত করে দেওয়া হল—


 

---

 

ওয়ার্ল্ড কাপ যোগায় শিলিগুড়ি–মালদার জয়জয়কার

 

ভুবনেশ্বর, ৩০ ডিসেম্বর:

 

ওড়িশার ভুবনেশ্বরে আয়োজিত ওয়ার্ল্ড কাপ যোগা প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্য অর্জন করল দার্জিলিং জেলার শিলিগুড়ি শিব মন্দির এলাকা ও মালদার প্রতিযোগীরা। এই আন্তর্জাতিক মঞ্চে একের পর এক পদক জিতে রাজ্য তথা জেলার মুখ উজ্জ্বল করেছে তারা।

 

শিব মন্দির এলাকার ঋতুজা দাস ওরফে ইরি দাস রৌপ্য পদক জিতে সকলকে গর্বিত করেছে। ইরির বাবা ফাঁসিদেওয়া হাই স্কুলের প্রাক্তন শিক্ষক দীপ্তি সুন্দর দাস। ঋতুজার সফরসঙ্গী মা প্রতিমা দাস মেয়ের এই সাফল্যে অত্যন্ত খুশি। একই এলাকার জোহিতা দাস প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জয় করেছে। দীপিকা দাস ও দেবাদৃত সরকার দ্বিতীয় হয়ে রৌপ্য পদক অর্জন করেছে। শুভাশ্রী গোস্বামী ও মউ মণ্ডল তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক পেয়েছে। এছাড়াও সৌম্যদীপ মণ্ডল প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জিতে সাফল্যের তালিকা আরও সমৃদ্ধ করেছে।

 

অন্যদিকে, মালদার প্রতিযোগীরাও দুর্দান্ত সাফল্য দেখিয়েছে। মালদার প্রতিযোগীরা মোট ছয়টি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ—মোট আটটি পদক জয় করে জেলার মুখ উজ্জ্বল করেছে। গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত এই ওয়ার্ল্ড কাপ যোগা প্রতিযোগিতায় বিশ্বের ১৪ টি দেশের পাঁচ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। যার মধ্যে মালদা জেলা থেকে অংশ নেয় ১২ জন প্রতিযোগী। তাদের মধ্যে আটজন বিভিন্ন বিভাগে পদক জিতে নজরকাড়া সাফল্য অর্জন করে।

 

পদক জয় করে ট্রেনে করে মালদায় ফেরার সময় মালদা টাউন স্টেশনে বিজয়ী প্রতিযোগীদের সংবর্ধনা জানান পুরাতন মালদার বিশিষ্ট সমাজসেবী নিতাই মন্ডল। তিনি সকল পদকজয়ীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আগামী দিনে তাঁদের আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর