ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৫ জানুয়ারি ২০২৬   পৌষ ২২ ১৪৩২   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

অভিনয় ছেড়ে ধর্মের পথে সিমরিন লুবাবা

পুষ্প প্রভাত ডেস্ক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৯ ০৭ ১৪   আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৯ ০৭ ১৪

বাংলাদেশের নাটক ও ছোটপর্দার অত্যন্ত পরিচিত মুখ অভিনেত্রী সিমরিন লুবাবা অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি তিনি জানিয়ে দিয়েছেন, আর প্রকাশ্যে মুখ দেখাবেন না এবং অভিনয়ের কাজও করবেন না। পশ্চিমি পোশাক ছেড়ে বোরখা পরার সিদ্ধান্তের মধ্য দিয়েই তাঁর নতুন জীবনপথের ইঙ্গিত মিলেছে।

পরিবর্তিত সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে। যদিও লুবাবা নিজে সরাসরি এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করেননি, তাঁর মা জাহিদা ইসলাম জেমি জানিয়েছেন— লুবাবা নিজেই উপলব্ধি করেছেন যে তিনি আর মিডিয়ায় কাজ করতে চান না। ধর্মীয় বই পড়ার মাধ্যমে তাঁর চিন্তাভাবনায় বড় পরিবর্তন এসেছে এবং সেই উপলব্ধি থেকেই নকাব পরা ও অভিনয় ছাড়ার সিদ্ধান্ত।

পরিবারের বক্তব্য অনুযায়ী, লুবাবা ইতিমধ্যেই কোরান পাঠ সম্পূর্ণ করেছেন এবং বিভিন্ন ধর্মীয় গ্রন্থ অধ্যয়ন করছেন। আগামী রমজানে মক্কায় যাওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁর। এই সিদ্ধান্তে তিনি মানসিকভাবে শান্তি ও আত্মিক তৃপ্তি খুঁজে পেয়েছেন বলেই মনে করছেন ঘনিষ্ঠরা।

উল্লেখযোগ্যভাবে, এর আগেও একই পথে হেঁটেছেন ভারতীয় অভিনেত্রী জ়ায়রা ওয়াসিম। ২০১৯ সালে অভিনয় ছেড়ে ধর্মে মন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী সানা খানও। লুবাবার সিদ্ধান্ত সেই ধারারই আর একটি উল্লেখযোগ্য সংযোজন বলে মনে করছে বি

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর