ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ১৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ২০ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

৮ মাস পর উদ্বোধন হল জানকী বাজার মেডিকেল সাব সেন্টারের

রাহাতুল আক্তার বড়ভুইয়া

প্রকাশিত: ৭ জুন ২০২১ ২০ ০৮ ২৭   আপডেট: ৭ জুন ২০২১ ২০ ০৮ ২৭

৮ মাস পর উদ্বোধন হল জানকী বাজার মেডিকেল সাব সেন্টারের 


বিজেপি নেত্রী তথা আলগাপুর কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুন স্বর্ণ কার এবং সাংসদ প্রতিনিধি সূরজ সেনের নেতৃীত্বে প্রায় আট মাস পর দরজা খুলল জানকী বাজার মেডিকেল সাব সেন্টারের। শিঘ্রই এই হাসপাতালের জন্য একজন ফার্মাসিস্ট এনে দেওয়ার উদ্যোগ নিয়েছেন মুন স্বর্ণকার। জানকী বাজার এলাকার কয়েক হাজার গরীব দুখি মানুষ বিভিন্ন সময় এই সরকারি হাসপাতালে এসে ঔষধপত্র নিতেন। কিন্তু ফার্মাসিস্ট না থাকায় প্রায় আট মাস থেকে বন্ধ ছিল এই হাসপাতালটি। জনগণের অনুরোধে হাসপাতাল টি পুনরুজ্জীবিত করতে প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করেন বিজেপি নেত্রী মুন স্বর্ণকার। রবিবার বন্ধ থাকা হাসপাতাল টি জীবাণুনাশক দিয়ে পরিস্কার করেন বিজেপির কর্মীরা। সোমবার সকালে ফিতা কেটে হাসপাতাল টি পুনারায় চালু করেন বিজেপি নেত্রী মুন স্বর্ণকার। এদিন বিজেপি নেত্রী মুন স্বর্ণ কার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এসব দেখার দায়িত্ব ছিল এখানকার বিধায়কের। কিন্তু বিধায়ক সেটা করেননি। মুন স্বর্ণকার বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীর সমালোচনা  করে বলেন বিধায়ক এতদিন নিজের গাড়ি বাড়ি বানিয়েছেন এবার একটু আলগাপুরের মানুষের তার কিছু করা উচিৎ। আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তিব্র ক্ষোভ ব্যক্ত করে বলেন হাইলাকান্দি জেলায় সরকারি ধন অনেক লুটপাট করা হয়েছে কিন্তু এই পাঁচবছর এসব আর চলবে না। সরকারি টাকা নিয়ে কোন ধরনের কারচুপি করতে চাইলে এর পরিণাম অতি ভয়াবহ হবে মুন স্বর্ণকার হুংকার দেন । বর্তমান  বিজেপি সরকার হাইলাকান্দি জেলার প্রতি আলাদাভাবে নজর রাখছে। তিনি আরও বলেন বিজেপি নেত্রী বলেন তিনি এই জানকিবাজার হাসপাতালের জন্য একজন চিকিৎসক নিয়োগ করতে স্বাস্থ্য মন্ত্রীর সাথে আলোচনা করবেন। আপাতত পনেরো কুড়ি দিন একজন এএনএম এবং একজন ফার্মাসিস্ট এসে পার্ট টইম বসবেন এই হাসপাতালে বলে জানান।
এদিন বিজেপি নেত্রী মুন স্বর্ণকারের ডাকে জানকী বাজার স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত হন আলগাপুর ব্লকের নতুন ভিডিও দেবাংশু পাল । মুন স্বর্ণকার ভিডিও দেবাংশু পাল কে বলেন পঞ্চায়েত প্রকল্পের টাকা থেকে এই হাসপাতালের দরজা,  জানালা,  ছাদের টিন, রং সহ হাসপাতালের প্রবেশ পথটির কিছুটা কাম কাজ করে দিতে। পরে ভিডিও বলেন তিনি শিঘ্রই কাজ গুলি করে দেবেন। অন্যদিকে করিমগঞ্জ সাংসদ প্রতিনিধি সূরজ সেন বলেন হাইলাকান্দি জেলায়  শিক্ষা,  স্বাস্থ্য, রাস্তাঘাট ইত্যাদি ক্ষেত্রে যে সমস্ত সমস্যা রয়েছে এগুলি নিয়ে সাংসদ সহ  বিভাগীয় মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে ক্রমান্বয়ে এসব সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর