ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

সাংবাদিকতায় চিত্রনায়িকা মৌসুমী

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ৪ নভেম্বর ২০১৮ ১৯ ০৭ ২০  

চলচ্চিত্রের কোনো চরিত্রে অভিনয় নয়। বাস্তব জীবনেই সাংবাদিকতা শুরু করলেন মৌসুমী। শুধু তাই নয়, একেবারে আনুষ্ঠানিকভাবেই তার সাংবাদিকতার যাত্রা শুরু হয়। গতকাল ৩ নভেম্বর তার জন্মদিনে তিনি সবাইকে চমকে দিয়ে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় করিয়ে দেন।

অভিনয়ের পাশাপাশি মৌসুমী এখন পেশাদারিত্ব নিয়ে সাংবাদিকতায়ও মনোনিবেশ করবেন বলে আশ্বস্ত করেন। তিনি বর্তমানে নতুন অনলাইন নিউজ পোর্টাল ইয়েসনিউজ বিডিডটকমের (ুবংহবংিনফ.পড়স) সম্পাদকের দায়িত্ব পালন করবেন। এই প্রসঙ্গে শনিবার মৌসুমী তার উত্তরাস্থ রেস্টুরেন্টে এক আনুষ্ঠানিক ভোজ সভায় আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। সেখানে উপস্থিত ছিলেন তার স্বামী ওমর সানী, নায়িকা শাবনূর, অমিত হাসান, চঞ্চল মাহমুদসহ অর্ধশতাধিক সাংবাদিক।

সাংবাদিকতা প্রসঙ্গে মৌসুমী দৈনিক জাগরণকে বলেন, ‘আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল সাংবাদিকতাকে ঘিরে। কিন্তু সময়ের অভাবে আমি এই লালিত স্বপ্নটির বাস্তবায়ন ঘটাতে পারিনি। তাই এখন আমি যেহেতু অভিনয় করি খুব বেছে বেছে সেহেতু সাংবাদিকতার দায়িত্ব নেয়ার সময় হয়েছে বলে মনে করি।’ তিনি বলেন, ‘ আমার অনলাইনটি শুধু বিনোদন ভিত্তিক সংবাদ মাধ্যম হিসেবে ব্যবহৃত হবে। এখানে বিনোদনের সকল সংবাদ স্থান পাবে। এমন একটি পূর্ণাঙ্গ বিনোদন অনলাইন আশা করি সবার বিনোদন মেটাতে সম্ভব হবে।’

ইয়েসনিউজ বিডিডটকমের প্রধান প্রতিবেদক হিসেবে থাকছেন চলচ্চিত্র সাংবাদিক অভি মঈনুদ্দিন। মূলত মৌসুমীর পরে তিনিই সব দায়িত্ব পালন করবেন। এই বিষয়ে অভি মঈনুদ্দিন দৈনিক জাগরণকে বলেন, ‘মৌসুমীর আপুর সঙ্গে আমার পরিচয় ২০০০ সাল থেকে। বিভিন্ন পত্রিকায় বিভিন্ন সময়ে তার সাক্ষাৎকার নিতে গিয়ে দুজনে ঘনিষ্ঠ হয়ে যাই। পরে তিনি সাংবাদিকতার প্রত্যয় ব্যক্ত করেন। কিন্তু তাকে আমি শুরু করার তাগিদ দিলেও তিনি সময় স্বল্পতার কারণে শুরু করতে পারেননি। তবে এবার তিনি সময় করেই শুরু করলেন। আমার দৃঢ় বিশ্বাস তিনি সফল হবেন। আর আমিতো তাকে সহযোগিতা করেই যাব।’

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর