ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ১৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৩ ১৪৩১   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

আলগাপুরে অগপ ৩৫তম প্রতিষ্ঠাতা দিবস পালিত

রাহাতুল আক্তার বড়ভূইয়া

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৯ ১০ ১০ ১৬  

 

 

ঐতিহাসিক অসম আন্দোলনর ফলশ্ৰুতিত গঠিত অসম গণ পরিষদ দলের আজ ৩৫ তথ প্ৰতিষ্ঠা দিবস পালিত জনগণের ব‍্যাপক সাড়া শহিদুলের কবর জিয়ারত শুরু হয় সভার কাজ। 

১৯৮৯ সালে অগপ-র কার্যকালে হাইলাকান্দির সুসন্তান মরহুম জননেতা শহিদুল আলম চৌধুরীরর হাত ধরে হাইলাকান্দি মহকুমা থেকে জেলা হিসাবে রূপান্তরিত হয় : আফতাব উদ্দিন লস্কর। 

নাচ,গান,নাটকের মাধ্যমে খুশির সহিত অগপ দলের ৩৫ তম প্রতিষ্ঠা দিবস পালিত হয় আলগাপুরে

জেলা শাসক কার্যালয়, আলগাপুর ব্লক কার্যালয়, আলগাপুর হাসপাতাল, থানা, বুযালিপার বিএড কলেজ, এক্সটেনশন ট্রেনিং সেন্টার, ময় নুল হক চৌধুরী বিজ্ঞান কলেজ, আব্দুল লতিফ চৌধুরী  কলেজ, চিপরসাঙ্গন বালিকা বিদ্যালয়, নারাইনপুর হাসপাতাল মোহনপুর হাসপাতাল আলগাপুর বিদ্যুৎ স্টেশন  ইত্যাদি  সব কিছু হয়েছে অগপ সরকার এবং মরহুম শহিদুল আলম চৌধুরীর সময়ে। সমবার আলগাপুরে অগপ দলের ৩৫ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন সমারোহে মরহুম শহিদুল আলম চৌধুরী স্মৃতি মঞ্চে এই কথাগুলি তুলে ধরলেন দলের বর্তমান হাইলাকান্দি জেলা সভাপতি আফতাব উদ্দিন লস্কর। দলের ৩৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জেলার ৮০ জন শিক্ষক এবং সমাজসেবীদের মান পত্র দিয়ে সম্মান জানানো হয়। এছাড়াও সমাজ সেবা এবং সাংস্কৃতিক কাজে বিশেষ অবদানের জন্য আলগাপুর গণ মুক্তিযুদ্ধের শিল্পে সংস্থা এবং জানকী বাজার অমরজ্যোতি ক্লাব কে সংবর্ধনা দেওয়া হয়। প্রভাতফেরি,শহিদ স্মরণ, গুণীজন সংবর্ধনা, ইত্যাদি কার্যসূচি মাধ্যমে আলগাপুরে বিপুল জনসমাগম এর মধ্য দিয়ে দিনব্যাপী দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়।এদিন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় । সকালে অগপ দলের পতাকা উত্তোলন করে  সবাইকে নিয়ে মরহুম শহিদুল আলম চৌধুরীর কবরের পাশে গিয়ে পুরাতন কর্মীদের নিয়ে জিয়রাত করেন আফতাব উদ্দিন লস্কর। জন নেতা শহিদুল আলম চৌধুরীর স্মৃতিবিজড়িত অগপ দল এবং শহিদুল আলম চৌধুরীকে স্মরণ রাখার জন্য সমগ্র আলগাপুরে আফতাবের যথেষ্ট প্রসংশা চলছে।


নীচের ছবিতে রয়েছেন অগপ ৩৫ত প্রতিষ্ঠাতা দিবসের ফটো

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর